সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী বছরগুলিতে বদলে যেতে চলেছে দেশের ব্যাঙ্কিং চিত্র। দীর্ঘ পাঁচ বছর পর কেন্দ্র সরকার ফের ব্যাঙ্ক পুনর্গঠন (Bank Merger) পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। জানা যাচ্ছে, এবার কিছু ছোট ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে বৃহত্তর ব্যাঙ্কগুলোর সঙ্গে একীভূত হবে। এর ফলে দেশে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্কের সংখ্যা অনেকটাই হ্রাস পাবে। তবে কোন কোন ব্যাঙ্ক জুড়ে যাচ্ছে এবং এতে গ্রাহকদের উপর কোনওরকম প্রভাব পড়বেন না তো?
কোন কোন ব্যাঙ্ক একীভূত হবে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ প্রায় ছয়টি ব্যাঙ্ককে ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো বড় বড় ব্যাঙ্কগুলির সঙ্গে জুড়ে দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আর সরকার আগামী অর্থবছরের মধ্যেই এই একীভূতকরণ সম্পন্ন করবে বলে খবর সূত্রের।
বলাবাহুল্য, সরকার এই ছোট ছোট রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলিকে শক্তিশালী এবং বৃহত্তর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে জুড়ে দিতে চাইছে কারণ, এতে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। পাশাপাশি পুনর্গঠনের পর ব্যাঙ্কগুলোর কাছে আরও বৃহৎ পরিমাণে তহবিল থাকবে যা দিয়ে তারা আরও বেশি সংখ্যক ঋণ বিতরণ করতে পারবে। এমনকি বড় বড় প্রকল্পের জন্যও ঋণ দিতে পারবে। তবে হ্যাঁ, এই একীভূতকরণের ফলে ব্যাঙ্কগুলোর পরিচালনা এবং প্রশাসনিক ব্যয় অনেকটাই হ্রাস পাবে।
যদিও ছোট ব্যাঙ্কগুলোর এই একীভূতকরণ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে নীতি আয়োগের কমিটি ইতিমধ্যেই সুপারিশ করেছে যে, দেশে একটি শক্তিশালী ব্যাঙ্কিং ব্যবস্থা তৈরি করার জন্য ছোট ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কগুলোর সঙ্গে জুড়ে দেওয়া উচিৎ। সে কারণেই এই বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বলে রাখি, এই ব্যাঙ্ক একীভূতকরণ হলে গ্রাহকদের উপর কোনওরকম প্রভাব পড়বেন না। গ্রাহকরা আগের মতোই ব্যাঙ্কে গিয়ে লেনদেন করতে পারবে।
আরও পড়ুন: বিয়ের মরসুমে ফের বাড়ল সোনার দাম, কাঁদাচ্ছে রুপো! আজকের রেট
ইতিমধ্যেই হয়েছে একাধিক একীভূতকরণ
অতীত ঘাঁটলে আমরা জানতে পারব, ২০১৭ সালের এপ্রিল মাসে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ছয়টি ব্যাঙ্ককে একীভূত করেছিল। তার মধ্যে ছিল স্টেট ব্যাঙ্ক অফ বিকানের এন্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর এবং ভারতীয় মহিলা ব্যাঙ্ক। এরপর ২০১৯ সালের এপ্রিল মাসে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক যুক্ত হয়েছিল ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে। পাশাপাশি ২০২০ সালের এপ্রিল মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছিল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়াও ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্ক বড় বড় ব্যাঙ্কের সঙ্গে একীভূত হয়েছিল। যার ফলে দেশে মোট পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে ১২ তে দাঁড়িয়েছে। আর এবার আরও ছয়টি ব্যাঙ্ক এই একীভূতকরণ হলে দেশে ব্যাঙ্কের সংখ্যা আরও হ্রাস পাবে।