অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান, CBI নিয়ে বিস্ফোরক! দিল্লি থেকে ফিরেই বোমা ফাটালেন অভয়ার মা-বাবা

RG Kar Rape and Murder Case

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে আরজি কর কাণ্ডের ভয়াবহ স্মৃতির একবছর পূর্ণ হতে চলেছে আগামীকাল। কিন্তু এখনো মেলেনি যথাযোগ্য সুবিচার। তবে লড়াই এখনও ছাড়েনি নির্যাতিতার বাবা মা। এদিকে প্রথম থেকে এই ঘটনায় CBI তদন্তের উপর বিশ্বাস রাখলেও শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ বহিঃপ্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা। এমনকি সিবিআইয়ের মেরুদণ্ড নেই বলেও বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরা।

দিল্লিতে নির্যাতিতার বাবা মা

গত বছর ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বাংলা সহ গোটা দেশ। যদিও এই ঘটনায় দোষী হিসেবে প্রমাণিত হয়েছে প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেই কারণে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভুগতে হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। কিন্তু নির্যাতিতার পরিবার সহ সকলের বিশ্বাস শুধু সঞ্জয় নন, নির্যাতিতার মৃত্যুর নেপথ্যে রয়েছে আরও অনেকে। তারই তদন্তের জন্য CBI কে চাপ দিয়ে চলেছে নির্যাতিতার বাবা মা। সম্প্রতি এই তদন্তের গতি জানতে ফের দিল্লি গিয়েছিলেন তাঁরা। সেখানে অমিত শাহের সঙ্গে দেখা না হওয়ায় হতাশা হয়ে CBI এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন।

অমিত শাহের সঙ্গে দেখা না করেই ফেরৎ পরিবারের

টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, ৬ আগস্ট, দিল্লি রওনা দিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সেখানে প্রধানত স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল তাঁদের। কিন্তু দিল্লিতে গিয়েও শাহর সঙ্গে দেখা হয়নি তাঁদের। তিনি সাক্ষাতের জন্য যে তারিখ দিয়েছিলেন, ততদিন দিল্লিতে থাকা সম্ভব ছিল না বলে জানান নির্যাতিতার বাবা-মা। গতকাল, বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে তিলোত্তমার বাবা বলেন, “সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন। কিন্তু, সোমবার পর্যন্ত থাকা সম্ভব ছিল না। কারণ শনিবার নবান্ন অভিযান রয়েছে আমাদের। তাই চলে এসেছি। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার সময় দিলে, অবশ্যই গিয়ে দেখা করব।”

CBI-এর প্রতি ক্ষোভ প্রকাশ

গতকাল বিমানবন্দরে নির্যাতিতার বাবা মার চোখে মুখে যেমন হতাশার ছায়া ফুটে উঠেছিল, একইভাবে CBI-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিলোত্তমার বাবা-মা। মূলত দিল্লিতে CBI ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাতের পর সেই ক্ষোভ যেন আরও বেড়েছে তাঁদের। এদিন তিলোত্তমার বাবা বলেন, “দেশের ১৪০ কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত বোগাস হতে পারে, সেই অভিজ্ঞতা আজ হল। সিবিআই ডিরেক্টর নিজে বলছেন, এই মামলা আমরা ছেড়ে দেব। আমি বললাম, কোর্টে গিয়ে একথা বলুন আপনারা। আমরা তো ইচ্ছে করে আপনাদের দিইনি। আমরা আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা চেয়েছিলাম। আদালত সিবিআই দিয়েছে। এখন দেখি, আদালত ওদের ছাড়িয়ে দেয় নাকি ওরাই মামলা ছেড়ে দেয়।”

আরও পড়ুন: যৌন হেনস্তার অভিযোগ, বাংলা থেকে সরানো হচ্ছে কার্তিক মহারাজকে! গন্তব্য কোথায়?

নারীশক্তি অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান!

কলকাতা বিমানবন্দরে নির্যাতিতার বাবা CBI এর প্রতি বিস্ফোরক অভিযোগ করে বলেন যে, ‘কারা এই খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন? কোথায় এই ঘটনা ঘটেছিল? ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কি ছিল? কিন্তু আমাদের কোনও প্রশ্নের জবাবই দেওয়া হয়নি। উল্টে আমাদেরকেই মেরুদণ্ডহীন বলে অপমান করেছেন।’ এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিলোত্তমার মাকে নারীশক্তি অ্যাওয়ার্ড দিতে চেয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু, মেয়ের মৃত্যুর সঠিক বিচার এখনও না পাওয়ায় সেই অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন তিলোত্তমার মা এবং বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নারীশক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। আমি ওটা ফিরিয়ে দিয়েছি। বলেছি, আমার মেয়ে ন্যায় পেলে আমি ওটা নেব।”

Leave a Comment