প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর, স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা (SSC Exam)। এই পরীক্ষায় যাতে কোনওরকম কোনও দুর্নীতি না হয়, তার জন্য এবার জোরকদমে ময়দানে নামল কমিশন। আর সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে এবার SSC টার্গেট করল পরীক্ষার্থীদের সচিত্র পরিচয়পত্রকে। তাই মাত্র কয়েকদিন আগে নতুন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন বা SSC। জানা গিয়েছে এবার SSC পরীক্ষার্থীদের জন্য আধার কার্ড কিংবা ভোটার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। আর তাই নিয়ে এবার চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হল মহা শোরগোল। এমনকি হঠাৎ করে কেন চাকরিপ্রার্থীদের পরিচয়পত্রকেই টার্গেট করল তাই নিয়ে শুরু হল মহাবিতর্ক।
পরিচয়পত্র নিয়ে নির্দেশিকা SSC-র
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন বা SSC একটি নির্দেশিকা জারি করেছে সেখানে জানানো হয়েছে প্রত্যেক চাকরিপ্রার্থীকে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। আর সেটি খতিয়ে দেখার পরই চাকরিপ্রার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হবে। তাই সেক্ষেত্রে পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু যেহেতু হবে, তাই প্রার্থীদের সকাল ১০টার মধ্যে নির্দিষ্ট সেন্টারে চলে যেতে হবে। গত মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয় যে, বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডে ছবি ও সই ঠিক ভাবে আপলোড করেননি। তাই সেক্ষেত্রে যাঁদের ছবি ও সই আপলোড হয়নি, তাঁদের পরীক্ষা কেন্দ্রে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। সঙ্গে রাখতে হবে নিজের সই করা প্রতিলিপি।
কেন এই সিদ্ধান্ত SSC-র?
SSC-র জারি করা এই নয়া নির্দেশিকাকে ঘিরে চাকরিপ্রার্থীরা সচিত্র পরিচয়পত্র ছাড়াও প্রশ্ন তুলছে যে, যাঁরা নির্দিষ্ট ফরম্যাটে ছবি পাঠাননি তাঁদের আবেদন কেন বাতিল হল না? এর উত্তরে SSC জানিয়েছে, ২০১৬ সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে সব অ্যাডমিট কার্ডে ছবি ছিল, এবারেও চাকরিপ্রার্থীরা ছবি দিয়েছিলেন তবে ফরম্যাট ভুল ছিল। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। তাই সেক্ষেত্রে অনেক আবেদনপত্র বাতিল হয়ে যেত, কিন্তু সেটা না করে বিকল্প পথ হিসেবে আধার কিংবা ভোটার কার্ডকেই নির্বাচন করা হয়েছে। এছাড়াও গত বার এসএসসি-র পরীক্ষায় বিতর্কের কেন্দ্রে ছিল OMR শিট। তাই এবার পরীক্ষার্থীরা যে OMR শিটে লিখবেন, সেটির কার্বন প্রতিলিপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। এরপর পরীক্ষার কিছু দিন পরে উত্তরপত্র এসএসসি তাদের ওয়েবসাইটে দেবে তখন সেটি দেখে উত্তর মিলিয়ে নিতে পারবেন। যদি কারও মনে হয়, এসএসসি-র উত্তরে ভুল আছে, তা হলে তা জানানোর সুযোগ থাকবে।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয়! অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়ে রাজ্যকে যা জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্র নিয়ে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে যা টানা চলবে দেড়টা পর্যন্ত। পরীক্ষার্থীদের বেলা ১১টার মধ্যে পরীক্ষার হলে ঢুকে পড়তে হবে। তবে, অ্যাডমিট কার্ডের ছবি ও সই নিয়ে সমস্যা থাকলে ১০টার মধ্যে ঢোকার নির্দেশে দেওয়া হয়েছে। ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার হলের গেট বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষার দেড় ঘণ্টার আগে কেউ বেরোতে পারবেন না। অ্যাডমিট কার্ড, জরুরি নথিপত্র, নীল বা কালো কালির বল পয়েন্ট পেন বাদে পরীক্ষার্থীরা সঙ্গে শুধু স্বচ্ছ জলের বোতল রাখতে পারবেন। হাতঘড়ি ব্যবহার করা যাবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি।