অ্যাড্রেস প্রুফে মানুষের বদলে ট্রাক্টরের ছবি! ডাকঘর ‘কুত্তাপুর’, আজব কাণ্ড বিহারে

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে বিহার। এবার এখানে মানুষের বদলে একটি ট্র্যাক্টরের অ্যাড্রেস প্রুফ তৈরি করা হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বিহারের মুঙ্গের জেলায় এমনই এক ঘটনা ঘটেছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। বিহারের ব্লক অফিসগুলিতে কাজে ঠিক কী ধরণের অবহেলা করা হয় সেটিও যেন সকলের চোখের সামনে ফুটে উঠল। ব্লক অফিস থেকে একটি আবাসিক শংসাপত্র জারি করা হয়েছে, যা দেখে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে।

ট্র্যাক্টরের নাম অ্যাড্রেস প্রুভ জারি!

মুঙ্গেরের সদর ব্লক অফিস থেকে জারি করা আবাসিক শংসাপত্র ব্লক অফিসের জন্য অনেক বিতর্কের সৃষ্টি করছে। গত ৮ জুলাই ব্লক অফিস থেকে এই শংসাপত্রটি জারি করা হয়েছে, যার সার্টিফিকেট নম্বর হল BRCCO/2025/14127367, যেখানে আবেদনকারীর ছবির জায়গায় সোনালিকা ট্র্যাক্টরের ছবি লাগানো হয়েছে। সার্টিফিকেটে আবেদনকারীর নামের পরিবর্তে সোনালিকা কুমারী, বাবা বেগুসরাই চৌধুরী, মাতার নাম বালিয়া দেবী, গ্রাম ট্র্যাক্টরপুর দিয়ারা, ওয়ার্ড – ১৭, ডাকঘর – কুত্তাপুর, পিন কোড – ৮১১২০২, থানা এবং ব্লক – মুফাসিল সদর মুঙ্গের, জেলা – মুঙ্গের, রাজ্য বিহার লেখা আছে। অন্যদিকে, ব্লক অফিস থেকে জারি করা আবাসিক শংসাপত্র দেখে মানুষ ব্লক অফিসের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন।

আবাসিক শংসাপত্র দেখে চোখ কপালে সকলের

আবাসিক শংসাপত্রটি ভাইরাল হওয়ার পর, মুঙ্গের সদরের এসডিএম কুমার অভিষেক বিষয়টির ওপর নজর দিয়েছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘সদর ব্লক অফিস থেকে সোনালিকা চৌধুরী নামে একজনের নামে আবাসিক শংসাপত্র জারি করা হয়েছে। বিষয়টি নজরে আসার সাথে সাথে এটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে কর্মচারীরা করেছেন তাঁদের কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। বর্তমানে আমরা অনুসন্ধান করছি যে এটি কোথা থেকে এবং কোন সাইবার ক্যাফে থেকে অনলাইনে করা হয়েছিল। আইপি ঠিকানা থেকে সবকিছু খুঁজে বের করা হচ্ছে। সদর সার্কেল অফিসার এবং আরও-কে উক্ত শংসাপত্রটি বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি, দরপতন রুপো সহ হলুদ ধাতুর! আজকের সোনার দাম

সোশ্যাল মিডিয়ায় এই সার্টিফিকেটের ছবি ভাইরাল হওয়ার পর মুঙ্গের জেলা এবং ব্লক অফিসের ব্যাপক সমালোচনা হচ্ছে। ব্লক অফিসে বসে থাকা কর্মচারীদের অবহেলার বিষয়টি মানুষ উত্থাপন করছে। স্থানীয় মানুষ বলছেন যে এই ধরনের ক্ষেত্রে অবহেলা সহ্য করা উচিত নয় এবং যারা এটি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যাইহোক, আগামী দিনে এই ঘটনার বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।

Leave a Comment