সহেলি মিত্র, কলকাতা : এবার বাংলায় দেখা মিলল এক অদ্ভুত উদ্ভিদের যা হয়তো খুব কম মানুষই দেখে থাকবেন। আজ যে উদ্ভিদের কথা বলা হচ্ছে সেটি একটি পতঙ্গভূক বা মাংসাশী উদ্ভিদ যা আমাজনের জঙ্গলে পাওয়া যায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ কথা হচ্ছে ‘সূর্য শিশির’ উদ্ভিদ নিয়ে যেটিকে কিনা এখন বাংলার বাঁকুড়া (Sundews In Bankura) জেলায় দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই উদ্ভিদের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।
বাঁকুড়ায় দেখা মিলল আমাজন জঙ্গলের মাংসাশী উদ্ভিদের
অ্যামাজনের জঙ্গলে পাওয়া যাওয়া এই মাংসাশী উদ্ভিদের বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের কুন্দুলিয়া বিটের বনমাধবপুর মৌজার আমলাবাদ গ্রামের জঙ্গলে দেখা মিলেছে। পতঙ্গভূক উদ্ভিদ ‘সূর্য শিশিরে’-কে দেখতে অদ্ভুতই বটে। সামান্য ছোট লাল-কমলা বর্ণের এই উদ্ভিদ। যা মাংসাশী বললে বেশ ভুল বলা হবে। কেউ হয়তো ভাবতেও পারবেন না এটি মাংসাশী।
পোকামাকড় খায় এই উদ্ভিদ
জানা গিয়েছে, আসলে এই বিশেষ প্রজাতির উদ্ভিদ মূলত ছোট পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার শরীরে থাকা বিশেষ শিশির জাতীয় রসের মধ্য দিয়ে আকৃষ্ট করে পোকামাকড়দের, আর সেই পোকামাকড়দের থেকে রস শোষণ করে নিজেদের জীবন ধারণ করে। এমন এক বিশেষ প্রজাতির উদ্ভিদ সূর্যশিশির বা সানডিও।
তবে শুধু বাঁকুড়া নয়, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল, চাঁদড়া, লালগড় সহ একাধিক জঙ্গলে বহুকাল আগে থেকেই এই উদ্ভিদের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মানুষজন। কয়েক মাস আগেই বাঁকুড়ার ছাতনা দু’নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। সেই সময়ে বাঁকুড়ায় এই নিয়ে বেশ শোরগোল পড়ে যায়।