প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে নতুন করে উত্তাপ বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ভোরে রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তদন্তের অভিযান চালাল ইডি (ED Raids)। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।
প্রতীক জৈনের বাড়িতে ED হানা!
রিপোর্ট মোতাবেক, আজ, বৃহস্পতিবার, ভোর ৫ টায় লাউডন স্ট্রিটে নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা iPac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছেন ED-র আধিকারিকরা। ওই আবাসনের থার্ড ফ্লোরে থাকেন প্রতীক। এই মুহূর্তে মূল ফটকটি বন্ধ রয়েছে। ভিতরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের অফিসারদেরকে। পাশাপাশি, সল্টলেকের সেক্টর ফাইভেও I-Pac-এর অফিসেও পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানেও জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে কয়লাকাণ্ডের একটি পুরনো মামলায় এই তদন্ত।
আরও পড়ুনঃ ফের ছক্কা হাঁকাল পরশুরাম, কী হল বিদ্যা ব্যানার্জীর? রইল এ সপ্তাহের TRP তালিকা
পুরোনো কয়লাকাণ্ডের মামলায় সক্রিয় ED
ED সূত্রে খবর, দিল্লির ED আধিকারিকরা গতকাল রাতে কলকাতা পৌঁছন। কলকাতার তিনটি জায়গায় শুরু হয়েছে তল্লাশি। প্রতীকের বাড়ি, iPac-এর অফিসের পাশাপাশি, পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার। জানা গিয়েছে এই মামলাটি প্রায় তিন চার বছরের পুরোনো। সেই পুরনো মামলাতেই এবার নতুন করে সক্রিয় ED। সূত্রের খবর, লালা এবং তার শাগরেদকে জিজ্ঞাসাবাদ করে, টাকার লেনদেন সংক্রান্ত তথ্য খুঁটিয়ে দেখার পর সন্দেহের খাতিরে এই তদন্ত। কয়েক বছর আগে এই মামলাতেই একাধিক বার জিজ্ঞাসাবাদ করা লালাকে। আরও বহু জনকে দিল্লির অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন: ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন পদকজয়ী শুটার! খেলবেন কানাডার জাতীয় দলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই তদন্ত প্রসঙ্গে জানিয়েছেন, “প্রতীক জৈন আমার পার্টির IT ইনচার্জ। আমার IT অফিসে ED হানা দুর্ভাগ্যজনক, আসলে এগুলো সব আমার দলের নথি নেওয়ার চেষ্টা। বিজেপির চাল এটা। ভোটের সব তথ্য জোগাড় করতে চাইছে।” এদিকে এই বক্তব্যের পাল্টা হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাজে হস্তক্ষেপ করছে, যা বৈধ নয়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘নটি, ন্যাস্টি‘ বলেও কটাক্ষ করেন মমতা। এছাড়াও প্রতীক জৈনের বাড়ি থেকে হার্ডডিস্ক, ফাইল ও মোবাইল নিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এখানে তৃণমূল প্রার্থীদের নাম ছিল।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে এই মুহূর্তে রাজনীতির পারদ চড়ছে একটু একটু করে। সব পক্ষই ভোট প্রচারের জন্য ময়দানে নেমে পড়েছে। বাদ যাচ্ছে না শাসকদল, আর এই আবহে তাই আজই কলকাতায় আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতী জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দু’দিন আগেই কলকাতা আসছেন তিনি। সল্টলেকের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এই অবস্থায় আইপ্যাকের দফতর ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি কতক্ষণ চলে এবং এর পর কী প্রতিক্রিয়া আসে—সেদিকেই এখন নজর শাসক ও বিরোধীদের।
Signed up for keo188bet the other day. Good odds from what I can see. Will check it out when I can. keo188bet