আইপ্যাক-কাণ্ডে নয়া মোড়! ইডিকে টেক্কা দিতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকারের

IPAC ED Raid Case

প্রীতি পোদ্দার, কলকাতা: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির (IPAC ED Raid Case) অভিযান নিয়ে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি। অবস্থা এতটাই খারাপ যে ঘটনার জল গড়িয়েছে হাইকোর্টে। তবে শুক্রবার ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরেই শোনা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED এই ঘটনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। তাই তার আগেই এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল পশ্চিমবঙ্গ সরকার।

ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার

উল্লেখ্য, আইপ্যাক তদন্ত কাণ্ডে কলকাতা হাই কোর্টে প্রথম মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। ওই মামলায় মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা আধিকারিকদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। তবে বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি মুলতুবি রেখেচেন ১৪ জানুয়ারি পর্যন্ত। এদিকে রাজ্য সরকারের আশঙ্কা, ইডি ওই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। সে কারণে আজ অর্থাৎ শনিবার, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য, যাতে সেখানে ইডির বক্তব্য একতরফা ভাবে না শোনা হয়। যদি ইডি মামলা করে, তা হলে দুই পক্ষের বক্তব্য যেন শোনা হয়।

লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা ED-র

আসলে, অনেক মামলার ক্ষেত্রে এক পক্ষের বক্তব্য শুনেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কিন্তু ক্যাভিয়েট দাখিল হলে সে ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্যই শুনতে হবে সুপ্রিম কোর্টকে। তাই সেই কাজটি করল রাজ্য সরকার। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED জানিয়েছে, তাদের হাতে থাকা সমস্ত আইনি বিকল্প খতিয়ে দেখা হচ্ছে, সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার বিষয়টিও রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা শুরু করেছেন তাঁরা। আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই কমছে শীত? জানাল আবহাওয়া দফতর

প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা চুরি করছে। তাই এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহল বেশ সরগরম রয়েছে।

Leave a Comment