আইসিইউ থেকে বের করা হল শ্রেয়স আইয়ারকে, এখন শরীর কেমন, কবে দেশে ফিরবেন তিনি?

Shreyas Iyer Health Update he is out of ICU

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই চোট বড্ড ভোগাচ্ছে ভারতীয় তারকাকে। প্রথমে, চোট পাওয়া জায়গায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আইসিইউতে ভর্তি করতে হয় আইয়ারকে। শেষবারের মতো শোনা গিয়েছিল, আপাতত কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। তবে এবার শোনা যাচ্ছে, আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারকে (Shreyas Iyer Health Update)। আপাতত সংকটজনক অবস্থা কাটিয়ে উঠেছেন একদিনের সহ অধিনায়ক।

বিপদমুক্ত শ্রেয়স আইয়ার

তৃতীয় ওয়ানডের পর পছন্দের ক্রিকেটারের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনার পর থেকেই বিচলিত হয়েছিলেন ভক্তরা। শত কাজের মাঝে বিভিন্ন মিডিয়া রিপোর্ট খুঁটিয়ে দেখে জেনে নিচ্ছিলেন আইয়ারের শারীরিক অবস্থার কথা। সেই সাথে ঈশ্বরের কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনাও করেছিলেন ভক্তরা। হয়তো সেই আবেদনেই সাড়া দিয়েছেন উপরওয়ালা। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে বিপদ কেটেছে আইয়ারের। বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণও।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়কে দেখাশোনার জন্য সর্বক্ষণ তাঁর পাশে থাকার দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক রিজওয়ান খানকে। এক প্রতিবেদন অনুযায়ী, বিপদমুক্তির পর ভারতীয় তারকার চিকিৎসা নিয়ে আগামী 48 ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, আইয়ারকে দেখতে ইতোমধ্যেই সিডনির হাসপাতালে পৌঁছেছেন তাঁর বেশ কয়েকজন বন্ধু। যদিও বর্তমানে ভিসা সমস্যায় আটকে রয়েছেন খেলোয়াড়ের পরিবার। সেটা মিটলে তারাও পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ায়।

কবে দেশে ফিরবেন আইয়ার?

আপাতত সূত্রের যা খবর, বর্তমানে বিপদ কেটেছে আইয়ারের। শারীরিকভাবেও সুস্থ রয়েছেন খেলোয়াড়। তবে আইয়ার কবে দেশে ফিরবেন সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে তাঁর শরীর পুরোপুরি সুস্থ হওয়ার পরেই। সোমবার পর্যন্ত খেলোয়াড়ের দেশে ফেরা নিয়ে কোনও উপযুক্ত তথ্য মেলেনি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডও তারকার চিকিৎসায় কোনও রকম কমতি চাইছে না। বোর্ডকর্তাদের বক্তব্য, ‘যত দেরি হয় হোক, ওকে আগে সুস্থ হতে হবে!’ তাই আগামী কয়েকদিন সিডনিতেই থাকতে হচ্ছে ভারতীয় তারকাকে। এরই মাঝে একটি বিশ্বস্ত সূত্র বলছে, আগামী দু’দিন অন্তত হাসপাতালে কাটানোর পর সুস্থ হলেই ভারতে ফেরার বিমানে উঠবেন তিনি।

অবশ্যই পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! স্টেট ব্যাঙ্কে ১০৩ শূন্যপদে স্পেশালিস্ট ক্যাডার নিয়োগ

প্রসঙ্গত, আজ অর্থাৎ সোমবার সকালে ভারতীয় মেডিকেল টিমের কাছে খেলোয়াড়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁরা জানান, ‘শ্রেয়স চোট পাওয়ার পর ওর স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা গিয়েছে ওর প্লীহায় ক্ষত রয়েছে। তবে চিকিৎসা চলছে। খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আপাতত ওর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ধীরে ধীরে বিপদ কাটছে। ভারতীয় দলের একজন চিকিৎসক ওর সঙ্গেই আছে। সময় দিন। ঠিক হয়ে যাবে সব…’ ভারতীয় মেডিকেল টিমের এমন বক্তব্যের কিছু ঘন্টার মধ্যেই আইসিইউর বাইরের জগত দেখলেন আইয়ার…

Leave a Comment