বিক্রম ব্যানার্জী, কলকাতা: 27 বলে সংযুক্ত আরব আমিরশাহীকে ফুটিয়ে এশিয়া কাপের শুরুটা রাঙিয়ে দিল ভারত (India Vs UAE Match)। কুলদীপ যাদব, শিবম দুবেদের কব্জির জোরের সামনে মাত্র 57 রানেই সর্বস্ব খুইয়ে দেয় UAE। এদিন 2 ওভারে মাত্র 4 রান খরচ করে 3 উইকেট ভেঙেছিলেন দুবে। তবে উইকেট তোলার পাশাপাশি শিবমের ওভারেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব।
বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট
গতকাল, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে শিবম দুবের ওভার চলাকালীন ঘটলো এক আজব ঘটনা। এদিন UAE ব্যাটার জুনাইদ সিদ্দিকিকে বল করার সময় হঠাৎ দুবের কোমর থেকে টাওয়ালটি পড়ে যায়। এদিকে গোটা বিষয়টি দেখার পরও দুবের বল খেলেছিলেন জুনাইদ। তবে UAE প্লেয়ারের ব্যাটে খোঁচা লাগতেই বল চলে যায় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা সঞ্জু স্যামসনের হাতে। সঞ্জু ক্যাচ লুফে নিতেই আউটের আর্জি জানায় ভারত। তৃতীয় আম্পায়ারও সবুজ সংকেত দিয়ে দেন। আর এখানেই ঘটে এক আজব ঘটনা।
তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পরই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন UAE ব্যাটার। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ জুনাইদকে মাঠে ফিরিয়ে আনেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। জানা যায়, দুবে যখন বল করছিলেন তখন তার কোমর থেকে টাওয়াল পড়ে গিয়েছিল। যার কারণে সমস্যায় পড়তে হয়েছিল ওই ব্যাটসম্যানকে। মূলত সে কারণেই আম্পায়ারের আউট সত্ত্বেও জুনাইদকে ক্রিজে ফিরিয়ে আনেন সূর্য। যদিও ক্রিকেটপ্রেমীদের অনেকেরই দাবি, দুবের টাওয়াল পড়ে যাওয়ার দৃশ্যটি স্বচক্ষে দেখার পর বলটি খেলবেন কিনা সেটা ভাবার জন্য সময় পেয়েছিলেন ওই ব্যাটসম্যান। কিন্তু তাও বলটিতে খোঁচা মারেন তিনি। এই আউট যথাযথ। বলা বাহুল্য, আউট হয়ে ফিরে এলেও কিছুক্ষণের মধ্যেই সূর্যর হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জুনাইদ।
Captain Suryakumar Yadav recalled the batter even after he was declared out. pic.twitter.com/tIdZG2LIfT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 10, 2025
অবশ্যই পড়ুন: CFL চ্যাম্পিয়নশিপের আগেই চাপে পড়ল ইস্টবেঙ্গল, দলে নেই ৩ তারকা ফুটবলার
তুরি মেরে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত
প্রতিপক্ষ UAE-র 57 রান তাড়া করতে নেমে প্রথম বলেই 6 হাঁকান অভিষেক শর্মা। দ্বিতীয় বলেও বাউন্ডারি দেখান তিনি। যার জেরে প্রথম ওভারের শেষে ভারতের রান ছিল 10। যদিও তৃতীয় বলে আউট হতে পারতেন অভিষক, তবে তাঁর ক্যাচ মিস করেন অমিরশাহীর হায়দর আলি। এরপর বেশ কয়েকটি বল খেলে 30 রান করতেই ভাগ্যের ফের, প্রথম উইকেট হারিয়ে বসে ভারত। যদিও এরপর ম্যাচ জিততে দ্বিতীয় চিন্তা করতে হয়নি টিম ইন্ডিয়াকে। শুভমন গিল এবং সূর্যকুমার যাদবের অপরাজিত ইনিংসেই 27 বলে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। সেই সাথেই, পাকিস্তানকেও নিজেদের ক্ষমতার জানান দেয় সূর্যসেনা।