সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর (West Bengal SIR) নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার ৪:১৫ নাগাদ দিল্লিতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকল নির্বাচন কমিশন। তাহলে কি সোমবার থেকে শুরু হচ্ছে বাংলায় এসআইআর? কী বলছে রিপোর্ট?
উল্লেখ্য, এসআইআর শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতির বৈঠকই ছিল শেষবারের মতো বৈঠক। বিহারে এসআইআর পর্ব শেষে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপর আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচরিত বিধানসভা নির্বাচন। তবে প্রথম দফায় ওই পাঁচটি রাজ্যের পাশাপাশি দেশের আরও বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করতে পারে কমিশন।
কবে হবে বাংলায় SIR?
এদিকে পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআর হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা। এমনকি এ নিয়ে রাজনৈতিক উত্তেজনাও শুরু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছেন, বাংলায় ভোটার আগে অবশ্যই এসআইআর হবে। এমনকি জেলায় জেলায় ম্যাপিংয়ের কাজও শেষ হয়েছে। পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে এই ম্যাপিংয়ের ফলে এসআইআর করার ক্ষেত্রে সুবিধা পাবে কমিশন।
এদিকে দ্রুত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্যে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই কমিশনার উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কাউকে না জানিয়ে পৌরসভায় অডিট! তালা ঝুলিয়ে ফাইল নিয়ে চলে গেল কাউন্সিলর
এদিকে পশ্চিমবঙ্গে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর ওই একই সময়ে তামিলনাড়ুতেও হবে নির্বাচন। দু’দিন আগে মাদ্রাজ হাইকোর্টকে কমিশন জানিয়েছে, এক সপ্তাহ বা তার আশেপাশেই তামিলনাড়ুতে এসআইআর শুরু করা হবে। এমনকি রাজ্যবাসী ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেবে বলেও জানানো হয়েছে। তবে কমিশন আর কোনও রাজ্যের নাম নেয়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, ভোটের আগে হয়তো বাংলায় এসআইআর হবে। তবে আগামীকাল থেকেই তা শুরু হচ্ছে কিনা, সে বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য হাতে আসেনি।