প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি। সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই গতকাল অর্থাৎ শুক্রবার, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE 2025 Result) প্রকাশিত হয়েছে। গত ২৭ এপ্রিল রাজ্যজুড়ে ডব্লিউবিজেইই-র আয়োজন করেছিল রাজ্যের শিক্ষা দফতর। সারা রাজ্যে সব মিলিয়ে পরীক্ষা দিয়েছিল ১ লক্ষ ৫০২ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী। প্রত্যয় ৪ মাসের মাথায় সেই ফলাফল প্রকাশ্যে এল। এমতাবস্তায় ভর্তি প্রক্রিয়া নিয়ে বড় আপডেট দিল বোর্ড, জানিয়ে দেওয়া হল বিস্তারিত সময়সূচি।
কী বলছেন শিক্ষামন্ত্রী?
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বা WBJEE ২০২৫-এর কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই নিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন যে “আইনি জটিলতার কারণে ফলপ্রকাশে কিছুটা দেরি হতে চলেছে। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দেরি হবে না। বোর্ড খুব শীঘ্রই কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে। এই কাউন্সেলিংয়ের মাধ্যমে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।”
১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং!
স্নাতক স্তরে ভর্তির আবেদন করার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে রাজ্যের ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয় অধীন, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার কলেজ, ১টি কেন্দ্রীয় সরকারপোষিত সেলফ-ফিনান্সিং কলেজ, ১টি পোষিত ফার্মাসি ইনস্টিটিউট এবং ২৪টি সেলফ- ফিনান্সিং ফার্মাসি ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা। অর্থাৎ সব মিলিয়ে মোট ১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং হতে চলেছে। আর এই আবহে অবশেষে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঘোষণা করল চলতি বছরে ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি।
কাউন্সেলিংয়ের সময়সূচি নিয়ে বড় আপডেট
রূপন্না ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ২০২৫ সালের ভর্তির কাউন্সেলিং শুরু করতে চলেছে আগামী ২৭ আগস্ট, বুধবার থেকে। ওইদিন থেকে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে সেই দিন ওয়েবসাইটে আপলোড করা হবে সিট ম্যাট্রিক্স।
২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ ও কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা। এরপর প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর, বুধবার। সেই দিনই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের কাজ হবে। এরপর ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন: পিছোচ্ছে না SSC পরীক্ষা, কবে মিলবে অ্যাডমিট কার্ড? জারি বিজ্ঞপ্তি
প্রথম দফার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। নতুন প্রার্থীদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং ওই সময়ই চলবে উইথড্রয়ালের সুযোগও। তবে সেক্ষেত্রে সময়সূচি এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কলেজ বা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।কারণ যেকোনো সময় সময়সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।