সহেলি মিত্র, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকার নতুন এক প্রকল্পের ঘোষণা করেছে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para, Amader Smadhan) প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ২ আগস্ট থেকে এই অভিযান শুরু হবে বলে খবর। এবার এই ইস্যুতে বিশেষ নোটিশ জারি করল নবান্ন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বিজ্ঞপ্তি জারি নবান্নের
দুয়ারের সরকারের পর, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিতীয় বড় অভিযান। এই অভিযানের আওতায়, সরকারি কর্মচারীরা রাজ্যের শহর ও গ্রামের বুথ, রাস্তা এবং পাড়ায় যাবেন এবং সেখানে ক্যাম্প স্থাপন করবেন। স্থানীয় জনগণের অভিযোগ শিবিরে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে ৩ নভেম্বর অবধি এই কর্মসূচি চলবে।
আরও পড়ুনঃ বয়স ৩.২ বিলিয়ন বছর! ঝাড়খণ্ডের সিংভূম এলাকাই নাকি পৃথিবীর প্রথম ভূমি
এই কর্মসূচির খরচ শুনলে চমকে উঠবেন আপনিও। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা আরও কাছাকাছি পৌঁছে দেওয়া। বুথভিত্তিক এই প্রকল্পে একত্রে তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকছে ১০ লক্ষ টাকা। অর্থাৎ, রাজ্যের ৮০ হাজার বুথ অনুযায়ী মোট খরচের পরিমাণ দাঁড়াবে ৮ হাজার কোটি টাকা।
বসবে ২৭ হাজার ক্যাম্প
সরকারের তরফে মোট প্রায় ২৭ হাজার ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে। রবিবার এবং অন্যান্য ছুটির দিন ছাড়া রোজ এই কর্মসূচির কাজ চলবে।অভিযোগ শোনার কাজ শেষ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে, আর প্রকল্পভুক্ত কাজগুলি শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।এই কর্মসূচিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। একটি বুথে ছোট ছোট দাবি আছে, যেমন ছোট রাস্তা নির্মাণ, পানীয় জলের কল, গ্রামীণ এলাকায় ছোট সেতু মেরামত এবং স্কুলের পরিকাঠামোর উন্নতি, সরকার সেগুলো পূরণ করতে চায়।