আগে এমনটা দেখেনি কেউ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভাঙা হল বড় নিয়ম!

India Vs South Africa Test Tea break before lunch break in second Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা আগেই শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট (India Vs South Africa Test)। গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে গড়িয়েছে দুই পরিচিত প্রতিদ্বন্দ্বীর ম্যাচ। আর এই আসরেই তৈরি হল নতুন ইতিহাস। যা আগে কোনও দিনও দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। আসলে এতদিন টেস্ট ম্যাচের আগে প্রথমে টস এবং ম্যাচ শুরুর পরই লাঞ্চ বিরতি পান প্লেয়াররা। সেই পর্ব কাটিয়ে পরবর্তীতে দ্বিতীয় সেশনে চা পানের বিরতি বা টি ব্রেক দেওয়া হয়ে থাকে। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে বদলে গেল সেই পুরনো নিয়ম। লাঞ্চের আগেই চা বিরতিতে গেল দুই দল।

নিয়মভঙ্গের সাক্ষী থাকলো গুয়াহাটি টেস্ট

শনিবার, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সূত্রেই গত টেস্টের মতোই ফিল্ডিং করতে নেমেছে ভারতীয় দল। তবে খেলা দীর্ঘ 26 ওভার অতিক্রম করে গেলেও সে অর্থে প্রতিপক্ষের উইকেটে নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারেননি ভারতীয় দলের ছেলেরা। চা বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত 26.5 ওভারে 82 রান তুলেছিল প্রোটিয়ারা। সেই দৌড়ে মাত্র একটি উইকেটই ভাঙতে পেরেছিল ভারত। তবে এসব কিছুর মাঝেই বহু যুগ ধরে চলে আসা নিয়মে ছেদ পড়ল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার পর পূর্বের নিয়ম অনুযায়ী, টস পর্ব পেরিয়ে প্রথম সেশনের খেলা শেষের পর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। তারপর ফের ম্যাচ শুরু হওয়ার পর হয় চা বিরতি। তবে আজকের ম্যাচে ঠিক উল্টো চিত্র দেখলেন ভক্তরা। লাঞ্চের পরিবর্তে প্রথমে চা বিরতিতে গেলেন ভারত এবং দক্ষিণ আফ্রিকার ছেলেরা। এরপর লাঞ্চ এবং তারপর শেষ সেশন। বলা বাহুল্য, নিয়ম অনুযায়ী, সকাল 11টা বেজে 20 মিনিট পর্যন্ত চা বিরতি, এরপর দুপুর 1টা বেজে 20 মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন।

অবশ্যই পড়ুন: “আর যাই হোক ISL হবেই..” দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ নিয়ে জট কাটাতে ময়দানে কেন্দ্র

কেন গুয়াহাটি টেস্টে ভাঙা হল পুরনো নিয়ম?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে লাঞ্চের আগে চা বিরতির নেপথ্যে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সূর্যাস্তের সময়। আসলে দেশের অন্যান্য জায়গার তুলনায় উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিশেষত অসমে আগেই সূর্যাস্ত হয়। এই কারণেই লাঞ্চের পর চা বিরতির নিয়মে বদল এসেছে। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যুগ্মভাবেই এই নিয়মভঙ্গের সিদ্ধান্ত নিয়েছে। তবে এমনটা আগে দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চ।

Leave a Comment