আচমকাই উঠে এসেছিল লাইনে! কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় প্রাণ রক্ষা হাতির

elephant on track

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার রেললাইনে উঠে এল হাতি (Elephant On Rail Line)। আর এবারে সেই হাতির সঙ্গে যা ঘটল তা হয়তো আপনি ভাবতেও পারবেন না। এমনিতে ভারতে বাংলা সহ এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে হাতি করিডর এবং রেললাইন দুটোই আছে। ফলে সেই সকল জায়গাগুলিতে হাতি রেললাইনে উঠে আসা জলভাতের মতো। তবে এমন বেশ কিছু নজিরও রয়েছে যখন ট্রেনের ধাক্কায় বহু হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এবার সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনারও মন ভালো হয়ে যাবে।

রেললাইনের ওপর উঠে এল হাতি

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা হাতি খুব সম্ভবত দলছুট হয়ে রেললাইনের ওপর উঠে এসেছে। আর সবথেকে বেশি চাঞ্চল্যের হল ওই হাতির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনের চালকদের তৎপরতায় ওই বাচ্চা হাতিটির প্রাণ বেঁচে গিয়েছে। এই ভিডিওটি বর্তমানে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।

ভিডিওটিতে দাবি করা হয়েছে, জরুরিকালীন ব্রেক কষে রেল লাইনে উঠে পড়া হাতিকে রক্ষা করলো ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দুই চালক। এদিকে এহেন ঘটনায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দুই চালককে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ। যাইহোক, ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ওই হাতিটি প্রথমে রেললাইনে উঠে এসে ঘোরাঘুরি করছে। এরপর ট্রেনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। যদিও পরে সে রেললাইন থেকে সরে গিয়ে ঝোপের মধ্যে চলে যায়।

ব্যাপক প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে

এই ভিডিও দেখে নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। একজন ভিডিও-র কমেন্ট বক্সে লিখেছেন, বিশেষ পুরস্কার দেওয়া উচিত এই মহত কাজ করবার জন্যে। ভবিষ্যতে অন্যান্য ড্রাইভারাও তাহলে সাবধানে ট্রেন চালানোর জন্যে উৎসাহ পাবে। অপর একজন লেখেন, এটাই ড্রাইভার দের কাজ। ওদের বাসস্থান দিয়ে ট্রেন যাচ্ছে। সুতরাং ওদের সুবিধা আগে মাথায় রাখতে হবে। ট্রেনের স্পিড সর্বনিম্ন রেখে চালাতে হবে।

Leave a Comment