বিক্রম ব্যানার্জী, কলকাতা: পদত্যাগ করতে চলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Japan Prime Minister To Resign)। রবিবার জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা NHK এ কথা জানিয়েছে।
জানা যাচ্ছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ক্রমাগত বিভক্তি এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা। বলা বাহুল্য, গত জুলাই মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে এলডিপির শোচনীয় পরাজয় হয়। আর তারপর থেকেই জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে থাকেন অনেকেই।
মনে করা হচ্ছে, মূলত প্রবল বিরোধিতার কারণেই এবার চাপের মুখে পদত্যাগ করতে চলেছেন শিগেরু। তবে ঠিক কখন বা কোন দিন পদত্যাগ করবেন সে কথা জানাননি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী।
এলডিপির নেতৃত্বাধীন জোটের পরাজয়ই আসল কারণ
রিপোর্ট বলছে, গত জুলাই মাসের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট পরাস্ত হতেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়। আর এই ঘটনার পরই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বহু জাপানিজ। রাস্তায় নামেন বিরোধীরা। তবে নির্বাচন পরবর্তী সময়ে পদত্যাগের সম্ভাবনা অস্বীকার করলেও অবশেষে দেশের প্রধানের আসন থেকে সরে দাঁড়াতে চলেছেন ইশিবা। যদিও এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি।
ইশিবার যোগ্য উত্তরসূরী নির্বাচন করবে এলডিপি?
আগামীকাল অর্থাৎ সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একদিন আগেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়লো নানা মহলে। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করলে, এলডিপি একজন যোগ্য উত্তরসূরী নির্বাচন না করা পর্যন্ত জাপানে রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থাকবে। সূত্রের খবর, লিবারের ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সাংসদ নিজেদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে হিসেব বলছে, দলটির যেকোনও এমপিকে প্রার্থী হতে গেলে অন্যতম 20 জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে।
অবশ্যই পড়ুন: শেষ হচ্ছে অপেক্ষা! চলতি মাসেই কামব্যাক করতে পারেন রোহিত, বিরাট
পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে এই নামগুলি
জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের মধ্যে এই মুহূর্তে সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সানাই তাকাইচি, কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এবং প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী তাকায়ুকি কোবায়াশি। যদিও বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বর্তমান প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এবং অর্থমন্ত্রী কাটুসুনোবু কাতোও ইশিবার যোগ্য উত্তরসূরী হিসেবে এগিয়ে।