আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কটক স্টেশনের ছাদ, হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে

সহেলি মিত্র, কলকাতা: দেশে আবারও একবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। ভেঙে পড়ল স্টেশনের ছাদ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বহু যাত্রী উপস্থিত ছিলেন কটক রেল স্টেশনে। জানা গিয়েছে, আজ বুধবার দেশের অন্যতম ব্যস্ততম ওড়িশার কটক রেলওয়ে স্টেশনে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের উপরে নির্মাণাধীন ছাদের একটি অংশ হঠাৎ ভেঙে (Cuttack Railway Station) পড়ে। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই রেল স্টেশনে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যাত্রী ও শ্রমিকরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। দুর্ঘটনার পর ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

কটক রেলওয়ে স্টেশনে বিরাট দুর্ঘটনা

ঘটনা প্রসঙ্গে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেলপথ থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে, আশা করা হচ্ছে শীঘ্রই রেল পরিষেবা সুষ্ঠুভাবে শুরু হবে। প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, এদিন বিকেল ৪টের দিকে স্টেশন পুনর্নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ করে একটি পুরনো দেওয়াল এবং নির্মাণাধীন ছাদের একটি অংশ ভেঙে পড়ে। ছাদ এবং শেডের ধ্বংসাবশেষ সরাসরি প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের উপর পড়ে, যার ফলে ট্রেন পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। অনেক ট্রেন দেরিতে চলছে, অন্যদিকে রেল কর্মকর্তারা যাত্রীদের ধৈর্য ধরে ট্রেন চলাচলের জন্য অনুরোধ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

আরও পড়ুনঃ E20 পেট্রোলের পর এবার ডিজেলে মেশানো হবে Isobutanol! কী প্রভাব পড়বে গাড়িতে?

হতাহতের খবর মেলেনি

রেল কর্তারা নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। স্টেশনে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা হয়েছে এবং ট্র্যাক পরিষ্কার করার কাজও চলছে। তবে, এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment