বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের ব্যর্থতা থেকে কঠিন শিক্ষা নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই নতুন মরসুমে ঘুরে দাঁড়াতে প্রধান কোচ থেকে শুরু করে সহকারি কোচ, বোলিং কোচ মিলিয়ে গোটা দলে বড় বদল এনেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। ক্রমাগত সফলতার কারণে 11 বছর পর হলেও বাদ পড়েছেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। সেই সাথে 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারকেও বিদায় দিয়েছে কলকাতা। তবে নামজাদা প্লেয়ারদের বাদ পড়ার মাঝেও দলে রয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্তু নাইট শিবিরে থাকলেও তিনিই অধিনায়ক থাকবেন কিনা তার কোনও নিশ্চয়তা আপাতত নেই। মূলত সেই কারণেই মনে করা হচ্ছে, সব দিক খতিয়ে দেখে আচমকা এক তারকা প্লেয়ারকে অধিনায়কত্ব (KKR New Captain) সপে দিতে পারে KKR ম্যানেজমেন্ট।
আচমকা KKR এর অধিনায়ক হয়ে যেতে পারেন ইনি
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকবার রাহানের অনুপস্থিতিতে নাইটদের নেতৃত্ব দিয়েছিলেন আন্দ্রে রাসেলের বন্ধু ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সুনীল নারিন। তাতে লাভের বদলে লোকসান হয়নি নাইট শিবিরের। সবচেয়ে বড় কথা, অধিনায়কের দায়িত্ব কাঁধে থাকলে বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই একেবারে জ্বলে উঠতে দেখা যায় এই বিদেশি অলরাউন্ডারকে। শুধু তাই নয়, রাসেলের মতোই দীর্ঘদিন নাইট শিবিরে থাকার কারণে KKR দলের DNA জানেন নারিন। ফলে, দল পরিচালনার প্রশ্ন উঠলে এই মুহূর্তে সুনীলের থেকে বড় নাম কিছু হতে পারে না।
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, রাহানেকে যদি শেষ পর্যন্ত 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেনাপতির আসনে বসানো না হয়, একই সাথে কলকাতা নাইট রাইডার্স যদি নিলাম থেকে বড় মাপের কোনও ক্রিকেটারকে কিনতে না পারে, তবে আচমকাই KKR এর অধিনায়ক হয়ে যেতে পারেন নারিন। সবচেয়ে বড় কথা, এই খেলোয়াড়ের প্রতিভার ওপর আস্থা রয়েছে খোদ কর্ণধার শাহরুখের। সেক্ষেত্রে IPL 2026 শুরুর আগে যদি নারিন অধিনায়ক হয়ে যান তবে অবাক হওয়ার কিছু থাকবে না।
অবশ্যই পড়ুন: চিনের ফাঁদে পা! ভারতের দেখাদেখি বুলেট ট্রেন চালু করতে চলেছে কাঙাল পাকিস্তান
উল্লেখ্য, গত 15 নভেম্বর ভেঙ্কটেশ, রাসেলের মতো মোট 10 পরিচিত মুখকে ছেড়ে দিয়েছে কলকাতা। সেই সূত্রেই, এই মুহূর্তে নাইট ম্যানেজমেন্টের পার্সে 64.3 কোটি টাকা বেঁচে রয়েছে। আর এই বিপুল অর্থ নিয়েই নিলাম টেবিলে একেবারে ঝড় তুলতে পারে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে, নিলাম পর্ব থেকে কোন প্লেয়ারদের কিনলে আখেরে লাভ হবে, কাদের নেওয়া যাবে না সেসব নিয়েই এখন আলোচনা চলছে KKR এর অন্দরে।