আজই উদ্বোধন, চালু হচ্ছে কৃষ্ণনগর আমঘাটা ট্রেন! সময়সূচি জারি করল পূর্ব রেল

Krishnanagar Amghata Train

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বহু দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চালু হতে চলেছে কৃষ্ণনগর-আমঘাটা লোকাল ট্রেন (Krishnanagar Amghata Train)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকে চালু হতে চলেছে এই দীর্ঘ প্রতীক্ষিত রুটের লোকাল ট্রেন পরিষেবা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চালু হচ্ছে আমঘাটা-কৃষ্ণনগর লোকাল ট্রেন

জানা গিয়েছে, আগামী সোমবার থেকে কৃষ্ণনগর এবং আমঘাটা হল্টের মধ্যে তিন জোড়া লোকাল ট্রেন চালু করা হচ্ছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে রাত ৯ টা ৫৫ মিনিটের মধ্যে ওই ছ’টি লোকাল ট্রেন চলাচল করবে। তার আগে শনিবার ১৫ নভেম্বর কৃষ্ণনগর জংশন-আমঘাটা-কৃষ্ণনগর জংশন লোকাল ট্রেনের উদ্বোধন করা হবে। আমঘাটা হল্ট থেকে ছেড়ে কৃষ্ণনগরে আসবে সেই উদ্বোধনী লোকাল ট্রেন।

আরও পড়ুনঃ সুদ থেকেই আয় হবে ৩৭,৫০০ টাকা! বিনিয়োগ করুন LIC-র ফিক্সড ডিপোজিট স্কিমে

এরপর অবশেষে সোমবার ১৭ নভেম্বর থেকে নিয়মিত লোকাল ট্রেন ছুটবে কৃষ্ণনগর জংশন থেকে আমঘাটা হল্টের মধ্যে। চলুন আর দেরি না করে এক নজরে দেখে নেবেন ট্রেনের সময়সূচি।

কৃষ্ণনগর-আমঘাটা লোকাল ট্রেনের সময়সূচি

১) ৩১৮১১ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল সকাল ৬ টা ৪৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। এটি সকাল ৭ টায় পৌঁছাবে আমঘাটা হল্টে।

২) ৩১৮১৩ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১ টা ৩০ মিনিটে। আর আমঘাটায় দুপুর ১ টা ৪৫ মিনিটে পৌঁছাবে।

৩) ৩১৮১৫ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল দিনের শেষ ট্রেনটা রাত ৯ টা ১৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আমঘাটা হল্টে ঢুকবে রাত ৯ টা ৩০ মিনিটে।

৪) অন্যদিকে ৩১৮৮২ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল সকাল ৭ টা ৮ মিনিটে ছাড়বে আমঘাটা হল্ট থেকে। কৃষ্ণনগরে পৌঁছাবে সকাল ৭ টা ২৩ মিনিটে।

৫) ৩১৮৮৪ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল আমঘাটা হল্ট থেকে লোকাল ট্রেন ছাড়বে দুপুর ১ টা ৫৩ মিনিটে। দুপুর ২ টো ৮ মিনিটে পৌঁছাবে কৃষ্ণনগর জংশনে।

৬) ৩১৮৮৬ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল রাত ৯ টা ৩৮ মিনিটে আমঘাটা হল্ট থেকে ছাড়বে। আর রাত ৯ টা ৫৫ মিনিটে পৌঁছাবে কৃষ্ণনগর জংশনে।

Leave a Comment