প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তাই আগে ভাগেই জোরকদমে কাজ শুরু করে দিল রাজ্য। সম্প্রতি সড়ক ব্যবস্থা আরও উন্নত করতে রাজ্যজুড়ে রাস্তা তৈরির কাজে সিলমোহর দিয়েছিল মন্ত্রিসভা। এর পরই ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পে গতি আনতে আলাদা করে টেন্ডার করার নয়া পোর্টালও খোলে রাজ্য। এবার সেই রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি আজ বাস্তবায়িত করতে চলেছেন মমতা (Mamata Banerjee)। সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন সব জেলার জেলা শাসকরা। উপস্থিত থাকবেন মুখ্যসচিব ও অন্যান্য সিনিয়র আধিকারিকরাও।
কৃষ্ণনগরে আজ মমতা
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে একদিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা অনুযায়ী দুপুরে কৃষ্ণনগর পৌঁছে হেলিপ্যাডে প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা, পরে যোগ দেবেন তাঁর রাজনৈতিক সভায়। জানা গিয়েছে আজ সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের মেগা-প্রকল্পের সূচনা করতে চলেছেন মমতা। সব মিলিয়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় ৮৪৮৭ কোটি টাকা।
২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা
নবান্ন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে ২০,৪৭৯টি রাস্তা হবে। যার দৈর্ঘ্য প্রায় ২০ হাজার ৩০ কিলোমিটার। এর মধ্যে সব চেয়ে বড় অংশ পঞ্চায়েত দপ্তরের অধীনে। অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রে ৯,১১৪টি রাস্তা গড়া হবে। সব মিলিয়ে রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় ১৫,০১১ কিলোমিটার। খরচ হবে প্রায় ৬,৯৮৭কোটি টাকা। এর সঙ্গে যুক্ত রয়েছে শহরাঞ্চলের রাস্তা তৈরির কাজও। আজই, মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কেএমডিএ-এর অধীনে তৈরি হবে ১১,৩৬৫টি রাস্তা। দৈর্ঘ্যের হিসাবে প্রায় ৫,০১৯ কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। আর এই কাজ শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে।
আরও পড়ুন: সময়ে SSC-র নিয়োগ শেষ হওয়া নিয়ে সংশয়! ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার
প্রসঙ্গত, এইমুহুর্তে SIR এর বিরুদ্ধে জেলায় জেলায় রাজনৈতিক সমাবেশ করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ থেকে শুরু হয়েছে এই ‘পাশে থাকা’র সফর। এরপরে তিনি গিয়েছেন মালদহ, বহরমপুর এবং কোচবিহারে। সেখানকার প্রতিটি সভায় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় সকলের নাম থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয় কেউ যাতে এই SIR প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে পড়ে সেই নিয়েও আশ্বাস দিয়েছেন তিনি। সংখ্যালঘুদেরও আশ্বস্ত করতে তিনি গিয়েছিলেন মালদহ-মুর্শিদাবাদে। নদিয়াতেও প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাঁদের হয়ত আজ সভা থেকে মমতা ফের পাশে থাকার বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে।