বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন এখন ভারতের কাছে কার্যত চাঁদ ধরার মতোই। অন্যদিকে বাংলাদেশের অবস্থাও তাই। তবে সেসব সত্ত্বেও ঢাকায় AFC এশিয়া কাপের বাছাই পর্বের পঞ্চম রাউন্ডে মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই প্রতিদ্বন্ধী। ম্যাচ নিয়মরক্ষার হলেও লড়াইয়ের নিরিখে মানরক্ষাই এখন দুই দলের লক্ষ্য হয়ে উঠেছে। দুই দলই আজ একে অপরের বিরুদ্ধে নিজেদের নিংড়ে দেবে। তবে সেই আসরে পা রাখার আগে দেখে নেওয়া যাক ভারত এবং বাংলাদেশের হেড টু হেড পরিসংখ্যান (India Vs Bangladesh Football)। দুই প্রতিবেশীর মধ্যে ফর্মের নিরিখে এগিয়ে কারা?
ভারত বনাম বাংলাদেশ হেড টু হেড
ফুটবল পায়ে আজ পর্যন্ত 30 বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। সেই আসরে জয়টা অবশ্য ভারতের ঝুলিতেই এসেছে। এ নিয়ে মোট 13 বার বাংলাদেশের বিপক্ষে জয় তুলেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিন বার। বাকি 13 ম্যাচ ড্র হয়েছে। বলাই বাহুল্য, শেষবারের মতো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শিলং এ মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ অবশ্য গোলশূন্য থেকেই শেষ হয়েছে।
22 বছর পর বাংলাদেশের মাটিতে খেলবে ভারত
শেষবারের মতো 2003 সালে, বাংলাদেশের মাটিতে ফুটবল খেলেছিল ভারতীয় দল। মূলত সাফ গোল্ড কাপে সেবার বাংলাদেশকে 2-1 ব্যবধানে গুটিয়ে দিয়েছিল তারা। আজ সেই স্মৃতি বুকে নিয়ে দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় দল। সেক্ষেত্রে খালিদের ছেলেদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে হারিয়ে অন্তত নিয়ম রক্ষার ম্যাচে মানরক্ষা করা। যদিও সেই আসরে ভারতকে পুনরায় রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে ওপার বাংলার ছেলেরা।
অবশ্যই পড়ুন: পরিচিতরা খাবার দিলে তবেই চলে পেট! যুবরাজ সিংয়ের বাবার একাকীত্ব কাঁদিয়ে দেবে
ফর্মের নিরিখে এগিয়ে কারা?
যদি ফর্মের কথা বলা হয় সেক্ষেত্রে শেষ পাঁচ ম্যাচে প্রথমেই ফুটবল পায়ে ভুটানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে 6-1 ব্যবধানে জিতেছিল ভারত। এর আগে সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাই পর্বে 1-2 ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। একইভাবে আরও একবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ড্র করেছিল তারা। তাছাড়াও CAFC নেশনস কাপে ওমানের বিরুদ্ধে 1-1 ড্র এবং আফগানিস্তানের বিপক্ষেও গোলশূন্য ড্র হয়েছিল ভারতের।
অপরদিকে যদি বাংলাদেশের কথা বলা যায় তাহলে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে 2-2 ব্যবধানে ড্র, হংকং দলের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে 1-1 ড্র, এর আগে একইভাবে এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং দলের মুখোমুখি হলেও সেবার হারতে হয়েছিল বাংলাদেশকে। এছাড়াও আগের দুই ম্যাচে নেপালের বিরুদ্ধে ড্র এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এক্ষেত্রে ম্যাচ জয়ের নিরিখে পরিসংখ্যানটা সমান হলেও যদি গোলের সংখ্যার নিরিখে বিচার করা যায় সে ক্ষেত্রে এগিয়ে ভারত।