আজকের নিলামে উড়বে ২৩৭ কোটি টাকা! KKR থেকে MI, কার পকেটে কত, নজরে কে? জানুন

IPL 2026 Auction 10 teams will like to target these players

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর কয়েকটা ঘন্টা। আবুধাবিতে শুরু হতে চলেছে বহু অপেক্ষিত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL 2026 Auction)। এই আসরেই খেলোয়াড় কিনতে দর হাঁকাবে 10 IPL দল। সেই দৌড়ে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখে ঝড় তুলতে চলেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই শহরের এই দল বেশ কিছু খেলোয়াড়কে টার্গেট করে রেখেছে। এখন দেখার শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে পারে কিনা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কলকাতা ছাড়া বাকি 9 দলের নজরেও রয়েছে বেশ কিছু খেলোয়াড়। এক নজরে দেখে নিন সেই তালিকা-

কলকাতা নাইট রাইডার্স

গত 15 নভেম্বর 10 জন নামজাদা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার দৌলতে এই মুহূর্তে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির হাতে 64 কোটি 30 লক্ষ টাকা বেঁচে রয়েছে। এবার এই অর্থ দিয়েই 13 জন প্লেয়ারের শূন্যস্থান ভরাট করতে তৈরি সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। না বললেই নয়, দক্ষ উইকেট কিপার ব্যাটম্যান থেকে শুরু করে ভাল মাপের অলরাউন্ডার, ফিনিশার এবং জোরে বোলার প্রয়োজন কলকাতার। সেই সূত্রেই বর্তমানে নাইটদের নজরে রয়েছে- ক্যামেরন গ্রিন, জনি বেয়ারস্টো, ভেঙ্কটেশ আইয়ার, পৃথ্বী শ, সরফরাজ খান, ম্যাট হেনরি, কুশল মেন্ডিস, কুইন্টন ডি কক, মাথিসা পাথিরানা, জেমি স্মিথের মতো প্লেয়াররা।

চেন্নাই সুপার কিংস

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে নামার আগে বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দেওয়ার দৌলতে 43 কোটি 40 লক্ষ টাকা বাঁচিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের লক্ষ্য এখন রবীন্দ্র জাদেজার শূন্যস্থান ভরাট করার পাশাপাশি একজন দক্ষ ফিনিশার কেনা। বলে রাখি, নিলামের আগে ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, মাইকেল ব্রেসওয়েল, মোস্তাফিজুর রহমান, জেসন হোল্ডারের মতো প্লেয়ারদের নজরে রেখেছে CSK।

কোহলির RCB

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবছর একেবারে বেছে বেছে ভাল এবং পুরনো সঙ্গীদের ধরে রেখেছে। সেই সূত্রেই তাদের কাছে বেঁচে রয়েছে 16 কোটি 40 লক্ষ টাকা। শোনা যাচ্ছে, এই অর্থ দিয়ে তাঁরা 8 জন ক্রিকেটারের ফাকা জায়গা ভরাট করতে চায়। ইতিমধ্যেই নাকি কোহলির দল লুঙ্গি এনগিডি, তাসকিন আহমেদ, স্পেনসর জনসন, আলজারি জোসেফের মতো প্লেয়ারদের টার্গেট করে রেখেছে।

লখনউ সুপার জায়ান্টস

সঞ্জীব গোয়েঙ্কার IPL দল LSG র হাতে এই মুহূর্তে 22 কোটি 95 লক্ষ টাকা বেঁচে রয়েছে। এই অর্থ দিয়ে তারা মূলত 6 জন ক্রিকেটারের শূন্যস্থান ভরাট করতে চায়। আসলে মিডিল অর্ডারের সমস্যা দূর করতে ভাল বিদেশি প্রয়োজন উত্তরপ্রদেশের এই দলটির। সেই সূত্রেই নাকি তারা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া সহ আলজারি জোসেফদের নজরে রেখেছে।

গুজরাত টাইটান্স

শুভমন গিলের দল গুজরাত এ বছর 12 কোটি 90 লক্ষ টাকা বাঁচিয়ে রেখেছে। তাঁদের লক্ষ্য মূলত নিলাম থেকে 5 জন ক্রিকেটারের ফাঁকা জায়গা ভরাট করা। সবচেয়ে বড় কথা এই দলটি মিডিল অর্ডারের জন্য বিদেশি প্লেয়ার খুঁজছে। তাই আসন্ন নিলাম থেকে শুধুমাত্র বিদেশি খেলোয়াড়দেরই টার্গেট করবে তারা। সেই সম্ভাবনার তালিকায় ইতিমধ্যেই নাম উঠেছে, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, জেকব ডাফি, ম্যাট হেনরি, কুশল মেন্ডিসদের।

রাজস্থান রয়্যালস

বর্তমানে 16 কোটি 05 লক্ষ টাকা হাতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের। বৈভব সূর্যবংশীদের এই দলটির লক্ষ্য 9 জন ক্রিকেটারের শূন্যস্থান ভরাট করা। সেই সূত্রেই তারা বেশিরভাগ ভারতীয় প্লেয়ারকে টার্গেট করে রেখেছে। জানা যাচ্ছে, ভারতের রবি বিষ্ণোই, রাহুল চাহার, সরফরাজ খানের মতো প্লেয়ারদের কিনতে চাইছে রাজস্থান। তাছাড়াও একজন বিদেশি প্লেয়ার প্রয়োজন দলটির।

বাকি 4 দলের নজরে কারা?

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে আজকের নিলাম থেকে 8 জন বিদেশীর শূন্যস্থান পূরণ করতে চাইবে, দিল্লি ক্যাপিটালস। 21 কোটি 80 লক্ষ নিয়ে তাঁরা নাকি ইতিমধ্যেই কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো, ম্যাট হেনরি, জেমি স্মিথ এবং মাথিশা পাথিরানাদের টার্গেট করেছে। দিল্লির পর পাঞ্জাব কিংসও 4 ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করতে শাই হোপ, ম্যাট হেনরি, জনি বেয়ারস্টোদের নজরে রেখেছে। তাঁদের হাতে এই মুহূর্তে 11 কোটি 50 লক্ষ টাকা আছে।

অবশ্যই পড়ুন: ‘ভিআইপি সংস্কৃতি কোনভাবেই প্রশ্রয় নয়..’, নবান্ন বৈঠকে বড় বার্তা মমতার

পাঞ্জাবের পর সানরাইজার্স হায়দরাবাদ 10 ক্রিকেটারের শূন্যস্থান ভরাট করতে আজকের নিলাম থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে কিনে নিতে পারে। 25 কোটি 50 লাখের মালিক এই দলের নজরে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, ম্যাট হেনরি, আকাশদীপের মতো প্লেয়াররা। সবশেষে এবার সবচেয়ে কম অর্থ অর্থাৎ 2 কোটি 75 লাখ টাকা নিয়ে নামতে যাওয়া মুম্বই ইন্ডিয়ানস মূলত 5 ক্রিকেটারের শূন্যস্থান ভরাট করতে চাইবে। বর্তমানে তাদের নজরে রয়েছে, জনি বেয়ারস্টো, কুশল মেন্ডিস, জেমি স্মিথ, টিম শেইফার্ট ও ডাফির মতো প্লেয়াররা।

Leave a Comment