সৌভিক মুখার্জী, কলকাতা: যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হল। রাজ্যজুড়ে ১ ডিসেম্বর থেকেই বাড়ল মদের দাম (Alcohol Price Hike)। হ্যাঁ, এই বিষয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী কার্যকর হল নতুন শুল্ক। বিয়ার বাদে প্রত্যেকটি বিদেশি এবং দেশি মদের দাম অনেকটাই বেড়েছে রাজ্য জুড়ে। তবে কোন মদের উপর কতটা প্রভাব পড়ল? জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে।
কোন মদের দাম কতটা বাড়ল?
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার নতুন নিয়ম অনুযায়ী ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলের ক্ষেত্রে প্রতি বোতল পিছু ৩০ টাকা ৪০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিপ বা ১৮০ মিলিলিটার বোতলের ক্ষেত্রে দাম বেড়েছে ১০ টাকা। আর দেশি মদের ক্ষেত্রেও প্রতি বোতলে ১০ টাকা করে দাম বেড়েছে। তবে বিয়ারের দামে কোনওরকম পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, বিয়ারপ্রেমীরা এতে বিরাট স্বস্তি পাবে।
বলাবাহুল্য, আবগারি দপ্তর আগেই জানিয়েছিল যে, বিক্রেতাদের কাছে যে পরিমাণ মদ মজুদ রয়েছে তা ৩০ নভেম্বরের মধ্যেই বিক্রি করতে হবে। এমনকিতে পুরনো দামে সেই মদ বিক্রি করতে হবে। কারণ, ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। আর প্রতিটি বোতলে নতুন দামের স্টিকার লাগাতে হবে। পুরনো দামে আর কোনওভাবেই মদ বিক্রি করা চলবে না। যদি কোনও বিক্রেতা পুরনো দামে মদ বিক্রি করে, তাহলে তার লাইসেন্স বাতিল হতে পারে এমনকি মোটা অংকের টাকা জরিমানা করা হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তান সহ ভারতের তিন প্রতিবেশী দেশে দূতাবাস বন্ধের ঘোষণা ফিনল্যান্ডের!
কেন বাড়ানো হল মদের দাম?
উল্লেখ্য, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান বেশ কিছু বিশেষজ্ঞর। এই দাম বৃদ্ধির মাধ্যমে বর্তমান অর্থবর্ষে অতিরিক্ত ৪০০০ কোটি টাকা রাজস্ব আদায় করবে পশ্চিমবঙ্গের কোষাগার। তবে রাজনৈতিক মহলের একাধিক বিশেষজ্ঞ মনে করছে, এই অতিরিক্ত রাজস্ব বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হতে পারে, যাতে রাজ্যের শাসকদলের ভোটব্যাঙ্ক আরও শক্তিশালী হয়। আগামী বছর ভোটের আগেই বাজেট ঘোষণা করবে রাজ্য সরকার। আর তখনই সেই বরাদ্দের কথা ঘোষণা করা হতে পারে। ফলে তৃণমূলের ভোটের উপর এই মদের দামের ঊর্ধ্বগতি বিরাট প্রভাব পড়বে।