বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরে এসে কলকাতা মেট্রোর তিনটি রুট উদ্বোধন করেছিলেন। এবার সেই তিন অংশের মধ্যে দুটি রুট অর্থাৎ অরেঞ্জ এবং ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেল আজ থেকেই।
আপাতত রিপোর্ট যা বলছে, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জুড়ে গেল জয়হিন্দ বিমানবন্দর। ফলে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে পৌঁছে যাওয়া যাচ্ছে কলকাতা বিমানবন্দরে। একইভাবে অরেঞ্জ লাইনের ক্ষেত্রে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় হয়ে মেট্রো চলবে বেলেঘাটা পর্যন্ত।
সকাল থেকেই শুরু হয়েছে দুই রুটের পরিষেবা!
যাত্রী ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর হাতে তিনটি নতুন রুট উপহার পাওয়ার পর সোমবার সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে, অরেঞ্জ এবং ইয়েলো লাইনের যাত্রী পরিষেবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মাত্র 10 মিনিট। অন্যদিকে সদ্য চালু হওয়া আরেক অংশ অর্থাৎ অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত খুব অল্প সময়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
বলা বাহুল্য, শুক্রবার থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো অংশে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। জানা যায়, আড়াই কিলোমিটারের পথ মেট্রো করে মাত্র 3 মিনিটে পার করছেন যাত্রীরা। তবে যাত্রী ভোগান্তি দূর হলেও প্রশ্ন থেকে যায় এত বড় মেট্রো নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো?
এ প্রসঙ্গে মেট্রোরেলের কর্মচারী ইউনিয়নগুলির দাবি, মেট্রোর এই বিরাট নেটওয়ার্ক চালানোর জন্য বিভিন্ন বিভাগে পর্যাপ্ত কর্মী এবং আধিকারিকের অভাব রয়েছে। কাজেই, গোটা পরিষেবা সামাল দিতে আগামীতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে মেট্রো কর্তৃপক্ষ।
আজ থেকে শুরু যাত্রী পরিষেবা। ইয়েলো ও অরেঞ্জ লাইনে শুরু মেট্রো পরিষেবা। সকাল ৮টা থেকেই ২ লাইনে শুরু মেট্রো চলাচল। আজ বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু। বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো রুটেও মিলবে পরিষেবা। কমতে চলেছে যাত্রীদের ভোগান্তি। কম খরচে, কম সময়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা
🔴 প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব খবর 📲LIVE দেখতে ক্লিক করুন 👉 https://www.youtube.com/@republicbangla/featured
..
.#metro #metroservice #kolkatametro #BreakingNews #News #RepublicBangla #RBangla #RBanglaDigital #BengalNews #BanglaNews #BengaliNews #BengaliNewsLive #NewsUpdate #NewsAlert #latestnews #LiveNewsUpdate
Posted by Republic Bangla on Sunday, August 24, 2025
নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রোর ভাড়া
মেট্রো পরিষেবা শুরুর আগেই স্টেশন গুলিতে ভাড়ার চার্ট পাঠিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। সেই মতোই বিভিন্ন রুটে ধার্য করা হচ্ছে মেট্রোর ভাড়া। আপাতত যা খবর, আজ থেকে শুরু হওয়া নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রোর ক্ষেত্রে ভাড়া বাবদ লাগছে 20 টাকা। তবে শোনা যাচ্ছে পরবর্তী সময়ে দমদম থেকে যেতে 30 টাকা খরচ হবে। এছাড়াও ধর্মতলা পর্যন্ত পৌঁছতে 40 টাকা গুনতে হবে যাত্রীদের।
অবশ্যই পড়ুন: ‘ভারতের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ’, এশিয়া কাপের আগেই কড়া বার্তা PCB প্রধানের
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পরই শুক্রবার রাত থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া-সেক্টর ফাইভ অংশে চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এই অংশে যাত্রী পরিষেবা শুরুর পরই শনিবার পর্যন্ত মাত্র একদিনের মধ্যে অফলাইন এবং অনলাইনে টিকিট বিক্রি করে কলকাতা মেট্রো রেলের আয় হয়েছে 34 লক্ষ 60 হাজার 672 টাকা। যা শহরে মেট্রোর ইতিহাসে অন্যতম বড় রেকর্ড।