আজ থেকে চালু হল SIR-র অনলাইনে ফর্ম পূরণ, কীভাবে করবেন জেনে নিন

SIR in West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা জুড়ে শুরু হয়েছে এসআইআর (SIR in West Bengal) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিল করা শুরু করেছে বুথ লেভেল অফিসাররা। তবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা প্রবাসী বাঙালি, তাদের জন্য অনলাইনে এসআইআর-এর ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই অনলাইনে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কিন্তু কারা সেই ফর্ম পূরণ করতে পারবে এবং কীভাবে পূরণ করতে হবে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

অনলাইনে শুরু হল এনুমারেশন ফর্ম পূরণ

প্রসঙ্গত, বুথ লেভেল আধিকারিক বা বিএলও-রা রাজ্যজুড়ে মঙ্গলবার থেকেই এই এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা বাড়িতে থেকে সেই ফর্ম নিতে পারবে না, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে। মূলত যারা কর্মসূত্রের বাইরে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা। মঙ্গলবার থেকেই তা চালু হওয়ার কথা ছিল। তবে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে বিলম্ব হয়েছে। যদিও গতকাল এই অনলাইনে ফর্ম পূরণের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তা চালু হবে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) গিয়েই নাগরিকরা খুব সহজে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবে। পাশাপাশি কমিশনারের অফিসিয়াল অ্যাপ ইসিআইনেটে গিয়েও অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিএলও-রা বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ১০ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করতে পেরেছে। পাশাপাশি তাদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল বা এজেন্ট নিয়োগ করা হয়েছে।.

আরও পড়ুনঃ রুপো থেকে সোনার দামে অনেকটাই পতন, আজকের রেট

কীভাবে পূরণ করবেন অনলাইনে এনুমারেশন ফর্ম?

অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য প্রথমে মুখ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পাশাপাশি আপনি অফিসিয়াল অ্যাপও খুলতে পারেন। সেখানে গিয়েই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। প্রথমে ফর্মটিকে ডাউনলোড করতে হবে। তারপর বিএলও-দের সামনে বসে অফলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো, ঠিক সেভাবে অনলাইনে তা পূরণ করতে হবে। আর ফর্ম পূরণ করে তা নির্দিষ্ট পদ্ধতিতে আবার পোর্টালেই আপলোড করে দিতে হবে।

Leave a Comment