সহেলি মিত্র, কলকাতা: দ্বিতীয় হুগলী সেতুর পর এবার তারাতলা ব্রিজ (Taratala Flyover)। আপনিও কি রোজ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কাঠামোর লোড টেস্টের জন্য ডায়মন্ড হারবার রোডের ওপর দাঁড়িয়ে থাকা তারাতলা ফ্লাইওভারটি আজ শনিবার থেকে বন্ধ থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ বিকেল থেকে শুরু করে বেশ কয়েকদিন ব্রিজটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে আচমকা তারাতলা ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ বলে খবর।
টানা ৪ দিন বন্ধ থাকবে তারাতলা ব্রিজ
জানা গিয়েছে, আজ শনিবার বিকেল ৩.৩০ মিনিট থেকে মঙ্গলবার রাত ১১.৫৯ টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে, অর্থাৎ একটানা প্রায় চার দিন বন্ধ থাকবে ব্রিজ। শুক্রবার কলকাতা পুলিশ এবং গণপূর্ত দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বেহালা এবং ঠাকুরপুকুরের উত্তরে অভিমুখী যানবাহনগুলি টালিগঞ্জের কাছে করুণাময়ী সেতু অথবা পশ্চিমে বীরেন রায় রোড ব্যবহার করতে পারবে।
বিকল্প রাস্তা কী?
এখন নিশ্চয়ই ভাবছেন বিকল্প রাস্তা কী? পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেহালা এবং আরও দক্ষিণে যাওয়ার জন্য যানবাহনগুলি দুর্গাপুর সেতু, হাইড রোড, নলিনী রঞ্জন অ্যাভিনিউ, অথবা করুণাময়ী সেতু ব্যবহার করতে পারে। এই বিষয়ে একজন ঊর্ধ্বতন পিডব্লিউডি কর্মকর্তা জানিয়েছেন, “ফ্লাইওভারের তিনটি স্প্যানে লোড পরীক্ষা করা হবে, উভয় প্রান্তেই হবে পরীক্ষা। ফলাফলগুলি লক্ষ্য করা হবে এবং কাঠামোগত বিশেষজ্ঞদের একটি দল পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।”
Traffic advisory in connection with closure of Taratala Flyover from 15.30 hrs of 13-12-2025 to 23.59 hrs of 16-12-2025. pic.twitter.com/3mSTy28InF
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 12, 2025
ডায়মন্ড হারবার রোডে যানজট কমাতে নির্মিত, তারাতলা ফ্লাইওভারটি প্রায় তিন বছর কাজ করার পর ২০০৬ সালে উদ্বোধন করা হয়েছিল, যদিও তহবিলের সংকটের কারণে দেরি হয়েছিল। ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটিতে ফাটল দেখা দেওয়ার পর থেকে বছরের পর বছর ধরে ইঞ্জিনিয়ার এবং কাঠামোগত বিশেষজ্ঞদের নজরে রয়েছে। ২০১০ সালের জুলাই মাসে, ফাটল দেখা দেওয়ার পর বেহালাগামী ফ্লাইওভারের কিছু ভাগ বন্ধ করে দিতে হয়। এক কর্মকর্তার মতে, ‘এখন কাঠামোর কোনও সমস্যা নেই। একটি লোড টেস্ট ফ্লাইওভারের ধারণক্ষমতা শুধু পরীক্ষা করা হবে।’