সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে শুরু করল বাংলায়। আবহাওয়া দফতরের মতে, আজ মঙ্গলবার মরসুমের শীতলতম দিন। স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি পারদ পতন হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ভোর থেকেই জেলায় জেলায় দাপট অব্যাহত রয়েছে কুয়াশা এবং শীতের। শুধু আজ বলে নয়, আগামী কয়েকদিন এরকম শীতের দাপট জেলায় জেলায় জারি থাকবে বলে খবর। এক কথায় ফের একবার একদম মারকাটারি শীতের অনুভূতি পেতে চলেছেন মানুষ। নতুন করে ঠান্ডায় জুবুথুবু হওয়ার দিন ফিরে এসেছে। অনেকেই বলছেন এরকম ঠান্ডার থেকে ৪০ ডিগ্রি গরম অনেক ভালো। যাইহোক, আপনিও কি জানতে আগ্রহী আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে? চলুন জেনে নেবেন তাহলে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়েছে সে কারণে শীতের মাত্রা নতুন করে বাড়তে শুরু করেছে বাংলায়। আজ শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যথারীতি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুনঃ Elevate থেকে City, জানুয়ারিতে Honda-র গাড়িগুলিতে সর্বোচ্চ ১.৭৬ লক্ষ টাকা ডিসকাউন্ট
আজও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই নতুন সপ্তাহেই পারদ নামতে শুরু করেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আবহবিদদের পূর্বাভাস, এই সপ্তাহে আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
আরও পড়ুনঃ বুধ থেকে দক্ষিণবঙ্গে শুরু শীতের নয়া স্পেল! তিন জেলায় বৃষ্টির দাপট, আজকের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, মঙ্গলবারও দার্জিলিংয়ে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই শীতের মধ্যেও জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে।