আজ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম গোয়া, ঘরে বসে কখন, কীভাবে দেখবেন ম্যাচ?

East Bengal Vs FC Goa Live Streaming know how to watch

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ হবে শেয়ানে শেয়ানে টক্কর। একদিকে পাঞ্জাবকে ঝকঝকে ফুটবল দেখিয়ে সুপার কাপ ফাইনালের  টিকিট পাকা করেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, মুম্বই সিটি এফসিকে সেমিতে গুঁড়িয়ে মহামঞ্চে লাল হলুদের প্রতিপক্ষ হয়েছে এফসি গোয়া। রবিবারের সন্ধ্যায় এই দুই দলই একে অপরের মুখ দেখবে। এদিকে বহু অপেক্ষিত ফাইনালের লড়াই শুরু হওয়ার আগেই হুঙ্কার ছেড়েছেন লাল হলুদের ময়দান কোচ বিনো জর্জ। অন্যদিকে গোয়ার কোচ আবশ্য শক্তিশালী দল নিয়েও সমীহ করছেন ইস্টবেঙ্গলকে। সবমিলিয়ে, দুই ক্ষমতাশালীর লড়াইয়ের (East Bengal Vs FC Goa Live Streaming) আগে টানটান উত্তেজনা ভারতীয় ফুটবলে।

কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম গোয়ার ফাইনাল ম্যাচ?

নির্ধারিত সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গল বনাম গোয়ার বহু অপেক্ষিত সুপার কাপ ফাইনাল গড়াবে গোয়ার অতি পরিচিত ফাতোরদা স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা। যেই ম্যাচ উপভোগ করতে ইতিমধ্যেই টিকিট কেটে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কিন্তু যারা টিকিট কাটতে পারেননি কিংবা গোয়ায় গিয়ে ম্যাচ দেখার সৌভাগ্য হচ্ছে না, তাঁরা একেবারে ঘরে বসেই দেখতে পারবেন এই ম্যাচ। কিন্তু কীভাবে?

বলে রাখি, আজ রবির সন্ধ্যায় ইস্টবেঙ্গল বনাম শক্তিশালী এফসি গোয়ার দুর্ধর্ষ লড়াই দেখতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। স্টার স্পোর্টস নেটওয়ার্কে চোখ বোলালেই দেখা যাবে এই ম্যাচ। তবে যদি অফিসে কিংবা ঘরে বসে নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপে এই ম্যাচ দেখতে চান সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে JioHotstar। তাছাড়াও এর ওয়েবসাইট থেকেও এই ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন তো রোহিত-বিরাট? জানিয়ে দিলেন গম্ভীর

উল্লেখ্য, শেষবারের মতো সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে আটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। সেখানেই গত বৃহস্পতিবার প্রতিপক্ষকে একেবারে চেপে রেখে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে লাল হলুদের ছেলেরা। এবার সেই দলই শক্তিশালী গোয়াকে টেক্কা দিতে পুরোপুরি প্রস্তুত তারা। তবে বলে রাখি, গত ম্যাচে চতুর্থ রেফারির সামনে দাঁড়িয়ে উল্লাস করার কারণে লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো। মূলত সে কারণেই তাঁকে ফাইনালের দিন পাবে না মশাল ব্রিগেড।

Leave a Comment