আটকে থাকা কেন্দ্রের ১০২১ কোটি টাকা পেল রাজ্যের অর্থ কমিশন! কোন কোন খাতে হবে ব্যয়?

Central Government Funds Released

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বাংলার অর্থভান্ডারে ঢুকল ১০২১ কোটি টাকা (Central Government Funds Released)। আগামী বছরের এপ্রিল মাস থেকে চালু হবে ষষ্ঠদশ অর্থ কমিশন। সেখানে দাঁড়িয়ে পঞ্চদশ অর্থ কমিশনে আটকে থাকা ১০২১ কোটি টাকা ছেড়েছে কেন্দ্র সরকার। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপেই কেন্দ্র বাধ্য হয়ে এই টাকা রাজ্যকে দিল। কিন্তু কোন কোন খাতে কাজ হবে এই বিরাট তহবিল?

প্রথমেই বলে রাখি, বিভিন্ন কারণ দেখিয়ে কেন্দ্র সরকার রাজ্যের এই বিপুল পরিমাণের টাকা আটকে রেখেছিল। এমনকি আবাস যোজনা, ১০০ দিনের কাজের মতো অর্থ কমিশনের প্রাপ্য এই টাকাও আটকে কেন্দ্র দেবে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তা হল না। কেন্দ্রের পাঠানোর চিঠির জবাবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধি দলের হাতে দিল্লি সমস্ত নথি তুলে দিল। সেইসঙ্গে বাংলার সমস্ত ন্যায্য বকেয়া মিটিয়ে দিতে বাধ্য হল বলেই অনুমান।

চিঠির জবাবেই বাধ্য হয়ে টাকা ছাড়ল কেন্দ্র?

বলাবাহুল্য, প্রতি অর্থবছরে রাজ্যকে দুই কিস্তিতে টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার। জুলাই মাসে প্রথম কিস্তির টাকার দাবি করাতে রাজ্যকে পাল্টা চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। সেই সময় রাজ্যের অর্থ কমিশনের রিপোর্ট বিধানসভায় জমা পড়েনি। এমনকি আরও বেশ কিছু ইস্যু তুলে ধরে প্রাপ্য অর্থ আটকে দেওয়ার হুমকি দিয়েছিল মোদী সরকার। তবে সেই সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট কেন্দ্রের হাতে তখন তুলে দেওয়া হয়। তারপর বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর সামান্য একটি অংশ ছেড়েছিল কেন্দ্র। হ্যাঁ, মাত্র ৬৮০ কোটি টাকা দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু আটকে রাখা হয়েছিল মূল শর্তের আওতাধীন এই ১০২১ কোটি টাকা। তা এবার ছাড়তে বাধ্য হল রাজ্য।

আরও পড়ুনঃ বছরে দু’বার পরীক্ষা! বদলে গেল CBSE বোর্ডের নিয়ম

বলে রাখি, এই বিপুল পরিমাণে টাকা গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা উন্নয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজে লাগানো হয়। রিপোর্ট অনুযায়ী খবর, গত কয়েক সপ্তাহ আগে রাজ্য প্রশাসনের তরফ থেকে দ্রুত এই টাকা ছাড়ার জন্য আবেদন জানানো হয়েছিল। শেষমেষ চলতি সপ্তাহে কেন্দ্রের তরফ থেকে ওই টাকা ছাড়া হচ্ছে। এখন শুধু দেখার, এই বিপুল পরিমাণ টাকা কোন কোন খাতে কাজে লাগায় রাজ্য সরকার।

Leave a Comment