কৃশানু ঘোষ, কলকাতাঃ দেহরক্ষী নিয়ে রাজ্য বিধানসভায় মন্ত্রী বা বিধায়কদের প্রবেশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি হওয়ার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী ছাড়া দেহরক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না আর কোনও মন্ত্রী এবং বিধায়করা।“ আর তারপরেই বিধানসভার বাইরে চাঁচাছোলা ভাষায় বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বললেন তাঁকে মানি না। পাশাপাশি রাকেশ সিংকে নিয়ে করলেন মন্তব্য।
বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী!
১ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিন শেষে, বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাঁকে মানব কেন আমরা? সংবিধান ফাইনাল, স্পিকার ফাইনাল নয়।“ এছাড়াও, তিনি হুঙ্কার ছেড়ে বলেন, “আর ছয় মাস রয়েছেন এই স্পিকার, আর মমতা।“
মন্তব্য করলেন রাকেশ সিং প্রসঙ্গেও!
এদিন বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংয়ের সম্পর্কে মন্তব্য প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পুলিশ যে লেভেলে নেমেছে তা বোলার নয়। রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা থাকলে, সে আইনি ভাবে লড়বে। কিন্তু, তার ছেলেকে সিভিল ড্রেসে মাঝরাতে গুণ্ডামি করে তুলে নিয়ে গেছে পুলিশ। শুধু ছেলেকে নয়, মারধর করেছে মেয়েকেও।“
আরও পড়ুনঃ অযোগ্যদের তালিকায় বীরভূমের বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম! CBI-র দ্বারস্থ স্বামী
এরপর তিনি প্রশ্ন তোলেন, “এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন নাকি গুন্ডা বলবেন?” তারপর পুলিশের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আট মাস পর ছবি ধরে ধরে এদের বিরুদ্ধে শুধু ডিস্প্লিনারি অ্যাকশন নেওয়াব না আমরা, জেলও খাটাবো।“ পাশাপাশি তিনি আজ মহুয়া মৈত্রের কাঠের মালা মন্তব্যেরও বিরোধিতা করেন।