আদানি গ্রুপে ৪৮,২৮৪ কোটি টাকা বিনিয়োগ LIC-র, ঋণ কত? জানালেন নির্মলা সীতারমন

adani group LIC nirmala sitharaman

সহেলি মিত্র, কলকাতাঃ LIC-র বিনিয়োগ নিয়ে সংসদে স্পষ্ট জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংসদে অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পপতি গৌতম আদানির আদানি গ্রুপের কোম্পানিগুলিতে ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের ৪৮,২৮৪.৬২ কোটি টাকা অর্থাৎ ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ (LIC Investment In Adani Group) রয়েছে।

আদানি গ্রুপের কোম্পানিগুলিতে ৪৮,২৮৪.৬২ কোটি টাকার বিনিয়োগ LIC-র

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করে LIC আদানি গ্রুপে প্রায় ৩.৯ বিলিয়ন ডলার বা প্রায় ৩৩,০০০ কোটি টাকা (৩.৩ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে। এই ঘটনার এক মাস পর এই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে এই নির্দেশাবলী এমন এক সময়ে দেওয়া হয়েছিল যখন আদানি গ্রুপ আর্থিক এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

সোমবার লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে, মে মাসে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন কর্তৃক ইস্যু করা নন-কনভার্টেবল ডিবেঞ্চারে এলআইসি ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে গ্রুপে এলআইসির মোট বিনিয়োগের পরিমাণ ৩৮,৬৫৮.৮৫ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ৯,৬২৫.৭৭ কোটি টাকা।

জবাব দিলেন অর্থমন্ত্রী

এলআইসির বিনিয়োগ নিয়ে সরকারের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সেই প্রশ্নের জবাবে নির্মলা জানান, কোম্পানিগুলি বিনিয়োগকারীদের ইকুইটিতে রূপান্তর করার বিকল্প না দিয়েই মূলধন সংগ্রহের জন্য অ-পরিবর্তনযোগ্য ডিবেঞ্চার ব্যবহার করে। বিনিয়োগকারীরা নিয়মিত সুদ প্রদান এবং মেয়াদপূর্তির পরে একটি নির্দিষ্ট মূলধনের মাধ্যমে রিটার্ন পান। সাংসদরা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে তারা কি এলআইসি বা অন্যান্য পাবলিক সেক্টর কোম্পানিগুলিকে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে বিনিয়োগের নির্দেশ দিয়েছে? তারা আরও জিজ্ঞাসা করেছিলেন যে সরকার কি এই ধরনের সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করেছে, যেমন পলিসিধারকদের উপর প্রভাব, বাজারের অখণ্ডতা এবং প্রতিষ্ঠানের স্বাধীনতা।

জবাব মন্ত্রী বলেন যে, LIC-এর বিনিয়োগের সিদ্ধান্তগুলি LIC নিজেই নেয়, কঠোর যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং নিয়ম মেনে চলার পর। অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন যে এই সিদ্ধান্তগুলি বীমা আইন এবং IRDAI, RBI এবং SEBI দ্বারা প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে নেওয়া হয়। তিনি আরও স্পষ্ট করেন যে LIC-এর বিনিয়োগ সম্পূর্ণ স্বাধীন এবং এতে কোনও সরকারি হস্তক্ষেপ নেই। অর্থাৎ এলআইসি যা করে তা নিজে থেকেই করে।

Leave a Comment