আধার কার্ড দেখালেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা, তবে থাকবে হবে লিঙ্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের মানুষকে বিনা পয়সায় সঠিক চিকিৎসা পরিকাঠামো প্রদান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড। শুধুমাত্র সরকারি হাসপাতালে নয়, এই কার্ড থাকলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও। সেক্ষেত্রে তাই চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না। তখন মহা সমস্যা পরে গ্রাহকরা, তাই সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

মিলবে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড!

রাজ্য প্রশাসনের তরফে গ্রাহকদের জানানো হয়েছে যে, যদি কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ড কাজ না করে তাহলে, এখন থেকে শুধু আধার কার্ড দিয়েই মিলবে সঠিক পরিষেবা। আর সেই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আধার কার্ড। আর তাতেই মিলবে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড। সেই কার্ড দিয়েই স্বাস্থ্যসাথীর কাজ সম্পন্ন হবে। তবে এই ব্যবস্থা সকলের জন্য এখনও উন্মুক্ত হয়নি। শুধুমাত্র এই নতুন ব্যবস্থায় উপকৃত হতে চলেছে মালদহের বাসিন্দারা।

কেন এই পরিষেবা?

এই প্রসঙ্গে, নাম প্রকাশ্যে অনিচ্ছুক মালদহ জেলা স্বাস্থ্যসাথী বিভাগের এক আধিকারিক জানিয়েছেন যে, স্বাস্থ্যসাথী কার্ডগুলি অনেকটা ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো। কার্ডের পিছনে একটি করে চিপ লাগানো থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিপগুলি খারাপ হয়ে যায়। তখন জরুরি পরিস্থিতিতে মহাসমস্যায় পড়ে উপভোক্তারা। তাই সেই কারণে মালদহের স্বাস্থ্যসাথী উপভোক্তার রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে, যাতে সরকারি পরিষেবা পেতে কারোর কোনো অসুবিধা না হয়।

আরও পড়ুন: বিশ্বের সবথেকে বড় দুর্গা, এবারের পুজোয় বিরাট চমক নদিয়ায়

স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে হোমের বাসিন্দারাও

অন্যদিকে মালদহের স্বাস্থ্যসাথী দপ্তর সরকারী কার্ডের সুবিধা প্রদান করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে শেল্টার হোমের বাসিন্দারাও। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অসহায় বাসিন্দারা এখন অসুস্থতার ক্ষেত্রে রাজ্য সরকারের এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

তবে এইমুহূর্তে সকলের জন্য সেই পরিষেবা চালু হচ্ছে না। প্রথমদিকে ইংলিশবাজার পুরসভা পরিচালিত শেল্টার হোমের ছ’জন বাসিন্দাদের ডিজিটাল স্বাস্থ্যসাথীর সুবিধা প্রদান করা হয়েছে। এই নয়া উদ্যোগে বেশ খুশি তাঁরাও।

Leave a Comment