আধার কার্ড নিয়ে একাধিক কঠিন নিয়ম চালু করতে চলেছে UIDAI, না জানলেই বিপদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে আর সহজে পাওয়া যাবে না আধার কার্ড। মূলত জাল আধার কার্ড তৈরি করে হওয়া অবৈধ কাজকর্ম রুখতেই বড় পদক্ষেপ নিতে চলেছে UIDAI। রিপোর্ট অনুযায়ী, সচিত্র পরিচয় পত্রটি নতুন করে তৈরি করতে হলে এখন থেকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে নাগরিকদের। আপাতত যা খবর, বেআইনি আধার কার্ডের রমরমা বন্ধ করতেই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কিংবা বিদেশে থাকা ভারতীয়, সবার ক্ষেত্রেই এবার আধার কার্ডের নতুন নিয়ম চালু হতে চলেছে।

আধার কার্ড তৈরির প্রক্রিয়া কঠিন হতে চলেছে!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে অন্যতম প্রয়োজনীয় পরিচয় পত্র আধার কার্ড নিয়ে নানান জালিয়াতির খবর সামনে এসেছে। যেই ঘটনার বিরাম নেই আজও। মূলত সেই সব ঘটনাকে সামনে রেখে এবার আধার কার্ডের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

শোনা যাচ্ছে, সাধারণত পাসপোর্ট, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট বা দশম শ্রেণীর শংসাপত্রের মতো বেশ কিছু নথি খতিয়ে দেখে তবেই সাধারণ মানুষকে আধার কার্ড প্রদান করবে UIDAI। কাজেই, যারা নতুন আধার কার্ড পেতে মুখিয়ে রয়েছেন, তাদের জন্যও এবার বড়সড় পরিবর্তন আনতে চলল কেন্দ্র।

অবশ্যই পড়ুন: পহেলগাঁও হামলার পর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, সম্মুখ সমরে নীরজ-আরশাদ

আধার কার্ডের ক্ষেত্রে আসছে বড় বদল

একাধিক রিপোর্ট ঘেঁটে জানা গেল, মূলত জালিয়াতি রুখতে ব্যাঙ্ক সহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় KYC এর মতোই পরিবর্তন আসতে চলেছে আধার কার্ডেও। এক কথায় বলতে গেলে, যাতে বৈধ উপভোক্তাদের হাতেই আধার কার্ড তুলে দেওয়া যায় সে জন্য এবার KYC এর মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করতে পারে UIDAI।

সূত্র বলছে, এবার থেকে আধার কার্ডের জন্য পরিচয় প্রমাণের স্বার্থে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো কপি জমা দিতে হতে পারে। এছাড়াও ঠিকানার প্রমাণ পত্র হিসেবে জমির দলিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, ব্যাঙ্কের পাসবুক অথবা ভোটার কার্ড গৃহীত হবে ।

এছাড়াও জন্মের প্রমাণপত্র হিসেবে দশম শ্রেণীর শংসাপত্র, জন্ম শংসাপত্র বা বিদ্যালয়ের সার্টিফিকেট প্রয়োজন হবে বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে বলাই যায়, আধার কার্ড নিয়ে প্রতারণা ও জালিয়াতির মতো ঘটনার রুখতে এবার আদতেই কড়া হচ্ছে UIDAI।

Leave a Comment