আধার কার্ড হবে প্রামাণ্য নথি! SIR মামলায় নির্বাচন কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Special Intensive Revision

প্রীতি পোদ্দার, কলকাতা: বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টের! এখন থেকে নাকি প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড! বিগত কয়েক মাস ধরে বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে একাধিকের নাম বাতিল হয়ে যাওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি রাজ্য জুড়ে। অন্যদিকে বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। যার ফলে প্রামাণ্য নথি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এমতাবস্থায় কমিশনকে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত।

প্রামান্য নথি নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ চলছে। আর তাই নিয়ে এবার বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। প্রামাণ্য নথি নিয়েও কম অভিযোগ জমা পড়েনি, এবার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। এবার সেই নিয়ে এক চরম সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

কী বলছে সুপ্রিম কোর্ট?

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ফের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলা ওঠে। সেখানে শীর্ষ আদালতের তরফে কমিশনের উদ্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, “পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে।’’এত দিন প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে শীর্ষ আদালত জানাল, আধারও ব্যবহার করা যাবে। তার জন্য আধার এবার ১২ তম নথি হিসেবে বিবেচিত হল।

আরও পড়ুন: দ্য বেঙ্গল ফাইলস নিয়ে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ হাইকোর্টে!

আধার কার্ড হবে বৈধ নথি!

এদিন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্যও তুলে ধরেছে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, কারও পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তাই কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না। অন্যদিকে শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে, একমাত্র প্রামাণ্য নথি হিসাবে নয়, অন্য নথির সঙ্গেও আধার কার্ড বৈধ নথি হিসাবে বিবেচিত হবে।

Leave a Comment