আধুনিক ডিজাইন, ফিচার্স, সাইজে বড়! ২ জানুয়ারি লঞ্চ হচ্ছে Kia Seltos-র আপডেটেড মডেল

Kia Seltos New Version

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর 2026 সালের দ্বিতীয় প্রজন্মের Kia Seltos আনুষ্ঠানিকভাবে অনুমোদন করল কিয়া ইন্ডিয়া (Kia Seltos New Version)। আগামী 2 জানুয়ারি এর দাম ঘোষণা হবে আর 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বুকিং। গোটা জানুয়ারি মাস জুড়েই চলবে এই গাড়ি ডেলিভারি। নতুন প্ল্যাটফর্ম, বড় আকৃতি, নতুন ফিচার্স, সব মিলিয়ে এবার বিরাট আধুনিকত্ব আসছে এই গাড়িতে। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

আরও আধুনিক ডিজাইন এবং নতুন স্টাইল

নতুন প্রজন্মের Kia Seltos এর গ্লোবাল ডিজাইনে বিরাট পরিবর্তন আনা হচ্ছে। সামনের দিকে দেওয়া হচ্ছে বড় টাইগার-নোজ গ্রিল। আর নতুন ভার্টিক্যাল এলইডি ডিআরএল থাকছে। পাশাপাশি বাম্পারটিকে নতুনভাবে সাজানো হচ্ছে। এর সাথে গানমেটাল স্কিড প্লেটও থাকছে। এছাড়া পিছনে যুক্ত হয়েছে কানেক্টেড টেইল-ল্যাম্প, নতুন টেইল গেট ডিজাইন এবং আপডেটেড অ্যালয় হুইল। পাশাপয়াশি দুটি নতুন রং-ও যুক্ত করা হয়েছে। আর সেগুলি হল Morning Haze ও Magma Red।

নতুন প্ল্যাটফর্ম

জানিয়ে রাখি, পুরনো মডেলটি ছিল K2 প্ল্যাটফর্মে, যা এখনো Creta ও Carens Clavis এর মতো গাড়িগুলোতে ব্যবহৃত হয়। আর এবার Kia Seltos সম্পূর্ণ নতুন K3 প্ল্যাটফর্মে আনা হচ্ছে। এতে গাড়ির সার্বিক সুরক্ষা আরও বাড়বে। পাশাপাশি স্থিতিশীলতা উন্নত হচ্ছে, আর স্ট্রাকচারাল রিগিডিটি আরও শক্তিশালী হয়েছে।

আগের তুলনায় আকৃতিতেও বড়

নতুন Kia Seltos কে এবার আকারেও অনেকটাই বড় করা হয়েছে। দৈর্ঘ্যের দিক থেকে 95 মিলিমিটার বাড়িয়ে করা হয়েছে 4460 মিলিমিটার। প্রস্থের দিকে 30 মিলিমিটার বাড়িয়ে করা হয়েছে 1830 মিলিমিটার। উচ্চতায় 10 মিলিমিটার কমিয়ে করা হয়েছে 1635 মিলিমিটার। আর হুইলবেস 80 মিলিমিটার বাড়িয়ে করা হয়েছে 2,690 মিলিমিটার।

ইন্টেরিয়ারে নতুনত্ব

এদিকে গাড়ির ভিতরেও বিরাট বদল আনা হয়েছে। হ্যাঁ, গাড়িটিতে যুক্ত করা হয়েছে নতুন ড্যাশবোর্ড লেআউট, ডুয়াল-টোন লেদারেট আপহোলস্ট্রি, ফ্ল্যাট বটম বাটন স্টেয়ারিং, যেখানে Kia-র লোগো অফসেটে অবস্থান করছে। এদিকে এবার সবথেকে বড় আকর্ষণ হল 30 ইঞ্চির ইন্টিগ্রেটেড কার ডিসপ্লে, যাতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ইনফোটেইনমেন্ট দুটি একসঙ্গে রয়েছে।

এদিকে পিছনেও দেওয়া হয়েছে বড়সড় পরিবর্তন। কারণ, যাত্রীদের সুবিধার্থে গাড়িটিতে যুক্ত করা হয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ডুয়াল জোন ক্লাইমেন্ট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, হেড-আপ ডিসপ্লের মতো ফিচার। পাশাপাশি নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, অল হুইল ডিস্ক ব্রেক। এছাড়া ADAS এ নতুন আপডেট করা হয়েছে। কারণ, এবার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট এবং নেভিগেশন ভিত্তিক স্মার্ট ক্রুজ কন্ট্রোল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মমতার জনসভায় একের পর এক মহিলার সোনার হার চুরি, চাঞ্চল্য কৃষ্ণনগরে

এবার নতুন মডেলের দাম নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এর এক্স-শোরুম দাম দাঁড়াবে 12 লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম যাবে 21 লক্ষ টাকা পর্যন্ত। তাই এখন শুধুমাত্র আগামী 2 জানুয়ারির অপেক্ষা।

Leave a Comment