সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদি কোনও রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার জিও এমন একটি প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যেখানে 2000 টাকার নীচেই প্রায় এক বছরের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা পাওয়া যাচ্ছে। যারা ইন্টারনেট কম ব্যবহার করেন তাদের জন্য এটি হতে চলেছে সেরা প্ল্যান। জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।
সেরা প্ল্যান জিওর
আসলে আমরা বলছি জিওর 1899 টাকার রিচার্জ প্ল্যানের কথা, যেখানে 336 দিন ভ্যালিডিটি মিলছে। অর্থাৎ, যারা দীর্ঘমেয়াদী প্ল্যান খোঁজেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। এই প্ল্যানে আনলিমিটেড কলিং তো দেওয়া হয়ই। পাশাপাশি 24GB ডেটা পাওয়ার সুবিধা পাওয়া যায়। এক কথায় যারা স্বল্প ডেটা ব্যবহার করেন বা দৈনিক ডেটার দরকার পড়ে না তাদের জন্য এটি সেরা বিকল্প। তবে শুধু আনলিমিটেড কল এবং ডেটা নয়, বরং এই প্ল্যানে 3600টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যায়। অর্থাৎ, বলতে গেলে প্রতিদিন 10টি করে এসএমএস-এর সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ প্রার্থীপদ থেকে বাদ যাবে এদের নাম! হাইকোর্টে জানাল SSC
রয়েছে আরও বিকল্প
তবে শুধু 1899 টাকার প্ল্যান নয়। এর কমেও জিওর 336 দিনের একটি ধামাকাদার রিচার্জ প্ল্যান রয়েছে। তবে সেটিতে কোনওরকম ডেটার সুবিধা পাওয়া যায় না। এই প্ল্যানটির দাম মাত্র 1748 টাকা। এতে আনলিমিটেড কলিং, এবং 3600টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। যাদের ডেটা দরকার হয় না, শুধুমাত্র দীর্ঘমেয়াদে কলিং এর জন্য মোবাইল ফোন ব্যবহার করে, তাদের জন্য এই ভয়েস অনলি রিচার্জ প্ল্যানটি সেরার সেরা অপশন।

কাদের জন্য সেরা এই প্ল্যান?
আসলে যারা ইন্টারনেট সীমিত সময়ের জন্য ব্যবহার করেন বা খুব একটা ডেটার দরকার পড়ে না, কিন্তু প্রতিদিন নিয়মিত কলিং এর জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য সেরা বিকল্প এই প্ল্যান। এছাড়া যারা সেকেন্ডারি সিম হিসেবে জিও ব্যবহার করেন, তাদের জন্যও এটি হতে পারে দারুণ অপশন। আর এক কথায় এই প্ল্যানটি একবার রিচার্জ করলে প্রায় এক বছর আর কোনওরকম চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে আনলিমিটেড সব সুবিধা উপভোগ করা যাবে।