সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়াচ্ছে। তবে সেখানে দাঁড়িয়ে দেশের দ্বিতীয় বড় টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের একাধিক সস্তার রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) অফার করছে, যেখানে কম খরচ দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং প্রচুর পরিমানে ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে।
আজকের প্রতিবেদনে আমরা এয়ারটেলের এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব, যেখানে 500 টাকার নীচেই 77 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে এবং আনলিমিটেড কল থেকে শুরু করে ডেটা এবং এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোন প্ল্যানের কথা বলছি আমরা?
আসলে আমরা এয়ারটেলের 489 টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা বলছি, যেটি একবার রিচার্জ করলেই 77 দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। সাথে প্রতিদিন 100টি করে এসএমএস এবং পুরো 77 দিনের জন্য 6GB ডেটা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আদালতে বড় আর্জি! জামিনের পরে আলাপ হয়েছে পার্থের সঙ্গে? যা জানালেন অর্পিতা
এক কথায়, 500 টাকার নীচে এরকম প্ল্যান অন্য কোনও টেলিকম সংস্থা দিতে পারবে বলে মনে হয় না। যাদের বেশি পরিমাণে ডেটা দরকার হয় না, বিশেষ করে বাড়িতে ওয়াইফাই রয়েছে বা কলিং এর জন্য ফোন ব্যবহার করে, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে সেরার সেরা বিকল্প। এই প্ল্যানটি মূলত দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে। যারা একবার রিচার্জ করে অনেকদিন নিশ্চিন্তে কাটাতে চান, তাদের জন্য ধামাকাদার অপশনে এটি। বলে রাখি, এয়ারটেল এই প্ল্যানের আওতায় হেলো টিউন্স থেকে শুরু করে স্প্যাম আর্লট এবং Perplexity AI Pro এর ফ্রি এক্সেস দিচ্ছে। তাই আজই রিচার্জ করুন এই প্ল্যান এবং 77 দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন।