সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিও গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, বরাবরই গ্রাহকদের আকর্ষণ করতে ধামাকাদার প্ল্যান নিয়ে আসে জিও। আর সেই মতো যারা দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি চান এবং প্রচুর সুযোগ-সুবিধা উপভোগ করতে চান, তাদের জন্য জিওর এমন একটি প্ল্যান (Jio Recharge Plan) রয়েছে, যেটা রিচার্জ করলে 200 দিন নিশ্চিন্তে কাটানো যাবে। সাথে মিলবে ভরপুর সুবিধা। আনলিমিটেড কলিং থেকে শুরু করে আনলিমিটেড 5G ডেটা, এমনকি প্রতিদিন মিলবে এসএমএস।
কোন প্ল্যানের কথা বলছি আমরা?
আসলে আমরা বলছি রিলায়েন্স জিওর 2025 টাকার রিচার্জ প্ল্যানের কথা। হ্যাঁ, এই প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড কলিং-র সুবিধা তো পায়ই। এমনকি প্রতিদিন 2.5GB করে ডেটা পায়। অর্থাৎ মোট 500GB ডেটা মেলে এই প্ল্যানে। পাশাপাশি প্রতিদিন 100টি করে এসএমএস -র সুবিধা পাওয়া যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার অ্যাক্সেস পাওয়া যায়। অর্থাৎ, ডেটা শেষ হওয়ার কোনওরকম চিন্তা নেই।
আরও পড়ুন: বিনিয়োগ করলে ১০০ বছর পর্যন্ত সুরক্ষা, মধ্যবিত্তদের জন্য নতুন প্ল্যান আনল LIC
অন্যদিকে গ্রাহকরা সাবস্ক্রিপশন হিসেবে এই প্ল্যানের সাথে Google Gemini Pro AI পাচ্ছে এবং JioHotstar এর বিনামূল্য সাবস্ক্রিপশন মিলছে। হ্যাঁ, 200 দিন আনলিমিটেড ওটিটি কনটেন্ট দেখা যাবে এই প্ল্যান রিচার্জ করলে। এর পাশাপাশি JioTV এবং Jio AI ক্লাউড পরিষেবাও সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।
ভোডাফোন আইডিয়ার 200 দিনের রিচার্জ প্ল্যান
যদিও ভোডাফোন আইডিয়ার 200 দিনের কোনও রিচার্জ প্ল্যান নেই। তবে তারা 180 দিনের একটি প্ল্যান অফার করে, যে প্ল্যানটির দাম 1749 টাকা। আর এই প্ল্যানেও আনলিমিটেড কলিং এর পাশাপাশি প্রতিদিন 100টি করে এসএমএস মেলে। কিন্তু এটিতে 1.5GB ডেটা পাওয়া যায় এবং কোনও 5G ডেটা এক্সেস মেলেনা। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে। আর উইকেন্ড রোলওভারের সুবিধাও পাওয়া যায়।
আরও পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিতর পর চন্দ্রভাগার উপর নয়া বিদ্যুৎ প্রকল্প! পাকিস্তানকে আরও চাপ ভারতের
কিন্তু আপনি যদি রিলায়েন্স জিওর গ্রাহক হয়ে থাকেন এবং দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে 200 দিনের এই রিচার্জ প্ল্যানটি হতে পারে আপনার জন্য একেবারে ধামাকদার অপশন। কারণ, এটি একবার রিচার্জ করলেই নিশ্চিন্তে থাকা যাবে।