সৌভিক মুখার্জী, কলকাতা: সস্তায় রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। বিশেষ করে আপনি যদি রিলায়েন্স জিওর গ্রাহক হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, এবার জিও এমন একটি সস্তায় রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) চালু করেছে, যেটির সুবিধা জানলে অবাক হবেন আপনিও। হ্যাঁ, স্বল্প টাকাতেই এবার মিলছে 36 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ডেটা, কলিং সহ অনেক কিছু। জানুন বিস্তারিত।
কোন প্ল্যানের কথা বলছি আমরা?
আসলে সম্প্রতি রিলায়েন্স জিও 450 টাকা দামের একটি ফেস্টিভ প্রিপেইড প্ল্যান চালু করেছে। সস্তার এই প্ল্যানটি একেবারে গ্রাহকদের 36 দিন ভ্যালিডিটি অফার করছে। বিশেষ করে উৎসবের মরশুমে দারুণ বিকল্প এই প্ল্যান। এই প্ল্যানে মিলছে
- যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পুরো 36 দিনের জন্য,
- প্রতিদিন 2GB করে হাই স্পিড ডেটা। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিটিডিতে 72GB ডেটার সুবিধা পাওয়া যাবে।
- ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও 64 Kbps স্পিডে ইন্টারনেট চলবে।
- প্রতিদিন 100টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
- True 5G সুবিধার আওতায় আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল আনল IRCTC, এবার আসন পাওয়া আরও সহজ
মিলছে অতিরিক্ত সুবিধাও
তবে শুধু যে কল, এসএমএস বা ডেটা দিয়েই থেমে থাকছে জিও এমনটাই নয়। কারণ, এই প্ল্যানে গ্রাহকরা 50GB ফ্রি জিও এআই ক্লাউডের এক্সেস পাবে। পাশাপাশি তিন মাসের জন্য Jio Hotstar মোবাইল ও টিভি সাবস্ক্রিপশন মিলবে। অর্থাৎ, সেখানে আনলিমিটেড OTT কনটেন্ট উপভোগ করা যাবে। এমনকি এই প্ল্যানে জিও টিভি অ্যাক্সেসও পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, জিওর এই প্ল্যানে গ্রাহকদের 35,100 টাকা দামের Google Gemini Pro এর 18 মাসের বিনামূল্য সাবস্ক্রিপশন দেওয়া হবে, যেখানে আনলিমিটেড ছবি বানানো থেকে শুরু করে অন্যান্য কাজ করা যাবে এআই-এর মাধ্যমে। তাই যদি সস্তায় রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আজই রিচার্জ করুন এই প্ল্যানটি এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।