আনোয়ার আলি মামলায় নতুন মোড়, হঠাৎ এ কী পদক্ষেপ নিল ফেডারেশন?

Anwar Ali Case referred back to psc

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা একটা বছরেরও বেশি সময় ধরে আনোয়ার (Anwar Ali) মামলা নিয়ে টানা হেঁচড়া কম হয়নি। তাতেও মিলল না সমাধান সূত্র। হাতে অঢেল সময় পাওয়া সত্ত্বেও এই মামলার কোনও শুনানি করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। যা নিয়ে আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আইনি চিঠি ধরিয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ার আলির আইনজীবী। তাতেই কি টনক নড়ল? জানা যাচ্ছে, ফেডারেশনের অ্যাপিল কমিটি এবার আনোয়ারের মামলা পুনর্বিবেচনার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফেরত পাঠিয়ে দিল।

নতুন করে হবে সব?

দীর্ঘদিন ফেডারেশনের দরজায় কড়া নেড়েও আনোয়ার মামলার সমাধান মেলেনি। তাই শেষ পর্যন্ত ফিফার দারস্ত হয়েছিল মোহনবাগান। এদিকে এক মামলা নিয়ে বারবার কাটাছেঁড়া করায় পদক্ষেপ নিয়েছিলেন আনোয়ার নিজেও। আইনি চিঠি গিয়েছিল ফেডারেশনের কাছে। আর এই সবকিছুর পরেই চলতি বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে মামলা পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিল AIFF এর অ্যাপিল কমিটি।

অবশ্যই পড়ুন: বাংলায় নারী নির্যাতন নিয়ে উদ্বেগ, মৎস্যমন্ত্রীর মন্তব্যে প্রশ্নের মুখে রাজ্য সরকার

এর ফলে, আনোয়ার আলির দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টে চলা মামলার ফলাফলের উপর নির্ভর করবে। এক কথায়, মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে বিতর্কিত দল বদল এবং সেই কারণে নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নতুন করে শুনানি করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। কাজেই আনোয়ার মামলার সমাধান নিয়ে অপেক্ষা আরও বাড়তে চলেছে।

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শক্তি পেল ভারত! মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করলেন রিঙ্কু সিং

প্রসঙ্গত, শেষবারের মতো আনোয়ার আলি ইস্যু নিয়ে মিটিং হতে গিয়েও কমিটির সদস্যদের অভাবের কারণে সেটা সম্ভব হয়নি। ফলে ভেস্তে যায় শুনানি। এমতাবস্থায়, এবার সেই মামলার শুনানি নতুন করে করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। জানা যাচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচার বিভাগীয় সংস্থাগুলির সামনে যত দ্রুত সম্ভব গোটা বিষয়টির সম্পূর্ণ সমাধান করার কথা বলা হয়েছে।

Leave a Comment