আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের বাদ দেবে KKR? IPL এর আগে গরম খবর

KKR Released Players List Kolkata Knight Riders May release some senior cricketers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্ন ভেঙে ছিল কলকাতা নাইট রাইডার্সের। তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল শাহরুখ খানের দল। নাইট ভক্তদের একটা বড় অংশের দাবি, ‘ম্যানেজমেন্টের নিজেদের ভুলেই এমন দুরবস্থা হয়েছিল তিন বারের চ্যাম্পিয়নদের।’ তবে আসন্ন IPL এ আর কোনও ভুল করতে রাজি নয় KKR ফ্রাঞ্চাইজি। সেই মতোই, চন্দ্রকান্ত পন্ডিতের পর চেনা মুখ অভিষেক নায়েককে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে কলকাতা (KKR Released Players List)।

এদিকে, গুঞ্জন বেড়েছে নাইটদের অধিনায়ক বদল নিয়েও। আর এরই মাঝে শোনা যাচ্ছে, এক গরম খবর। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ছন্দে ফিরতে তরুণদের উপর ভরসা করতে পারে KKR। তাতে বাদ পড়তে পারেন নাইটদের বয়স্ক বিদেশি তারকারা। সেই তালিকায় নাম রয়েছে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলি এমনকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিককেরও।

IPL 2026 এর আগেই বাদ পড়বেন নারিন, রাসেলরা?

ওয়ান ক্রিকেটের এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল পারফরমেন্স করতে হলে বয়স্ক বিদেশি ক্রিকেটারদের বদলে বেশি করে তরুণদের উপর নির্ভরতা বাড়াতে হবে নাইট ম্যানেজমেন্টকে। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন রাসেল, নারিন, মঈন আলি ও কুইন্টন ডিককরা। এই মুহূর্তে KKR এ তাঁদের পারফরমেন্সও খুব একটা আহামরি নয়। সময় যত বাড়বে ততই ক্রিকেটে ছন্দ হারাতে থাকবেন তারা। তাই যত দ্রুত সম্ভব বয়স্ক ক্রিকেটারদের বদলে তরুণ এবং আগ্রাসি ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।’

ওই প্রতিবেদন দাবি করছে, নাইট শিবিরে এই মুহূর্তে তরুণ বিদেশী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শুধুমাত্র রহমানউল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, রোভম্যান পাওয়েলের মতো কয়েকজন ক্রিকেটার। কাজেই সময়ের সাথে সাথে নিজেদের মর্যাদা ধরে রাখতে হলে তুখোড় তরুণ ক্রিকেটারদের উপর দলের দায়িত্ব ছাড়তে হবে ম্যানেজমেন্টকে। তবেই নতুন মরসুমে সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে মাথা উঁচু করে দাঁড়াবে KKR। যদিও নাইট ম্যানেজমেন্টের তরফে তরুণ অথবা অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি। তবে নিলামের আগে নাইট শিবির থেকে রাসেলদের বাদ পড়ার সম্ভাবনা নাইট ভক্তদের অন্দরমহলে যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: হাইকোর্টের নির্দেশ, ফল প্রকাশের আগেই ৮ চাকরিপ্রার্থীর নথি যাচাই করতে হবে SSC-কে!

উল্লেখ্য, ক্রিকবাজের প্রতিবেদন বলছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম গড়াবে ভারতের মাটিতেই। আগামী ডিসেম্বরের 13 থেকে 16 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই নিলাম পর্ব। তবে তার আগে চলতি মাসের 15 তারিখ প্লেয়ারদের রিটেইন তালিকা প্রকাশ করবে IPL এর 10টি দল। এখন দেখার KKR তাদের রিটেনশন তালিকায় ঠিক কাদের জায়গা দেয়!

Leave a Comment