“আপনার উজ্জ্বল ত্বকের রহস্য কী?” ভারতীয় মহিলা ক্রিকেটারের প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী

Narendra Modi Skincare Routine viral video of Modi and Indian women cricketers conversation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “আপনার ত্বকের উজ্জ্বলতার রহস্য কী? আমি আপনার ত্বক চর্চার রুটিন জানতে চাই..” প্রশ্নটা করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi Skincare Routine)। বলেছিলেন, বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য হরলিন দেওল। গত বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছিল বিশ্বকাপ জয়ী ভারতীয় নারী দল। সেখানেই মোদির সাথে সাক্ষাতের পর তাঁর সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করে উইমেন ইন ব্লু। সেই সময়কারই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

কী উত্তর দিলেন মোদি?

ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের নারীরা। সেই সাফল্যের পর ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, গত বুধবার নিজের বাসভবনে হরমনপ্রীতদের সাথে দেখা করেন দেশের চৌকিদার। সেখানেই তীব্র সমালোচনার মধ্যে দিয়েও ভারতের নারীদের সাফল্যকে প্রশংসামণ্ডিত করেছেন প্রধানমন্ত্রী।

অবশ্যই পড়ুন: শক্তি বাড়বে ভারতীয় ফুটবল দলের, খেলবেন দুই বিদেশি ফুটবলার!

প্রধানমন্ত্রীর সাথে আড্ডা চলছিল ভারতের মেয়েদের। এমন সময় হঠাৎ টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হারলিন মোদিকে এক মজার প্রশ্ন করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘স্যার আপনার ত্বক সবসময় ঝলমল করে। আপনার ত্বক চর্চার রহস্য কী আমাদের বলবেন?’ এ কথা শুনেই একেবারে হাসতে হাসতে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘আমি এসব নিয়ে ভাবিই না।’ এরপরই এক মহিলা ক্রিকেটার বলেন, ‘স্যার এটা দেশের কোটি কোটি নাগরিকের ভালবাসা।’ উত্তরে মোদি বলেন, ‘সে তো অবশ্যই। এটা একটা বিরাট শক্তি। সমাজে এত ভালবাসা পাচ্ছি…. সরকারেও আজ 25 বছর হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রান্ত তাও মানুষের যে আশীর্বাদ তার একটা প্রভাব তো আছেই।’

অঙ্কুর সিং নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া প্রধানমন্ত্রী এবং ভারতীয় মহিলা ক্রিকেটারদের আলাপচারিতার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার স্কিন কেয়ারের রুটিন জানতে চাই।’ ‘হারলিন দেওল প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করলেও প্রধানমন্ত্রী কিন্তু উত্তরটি ঘুরিয়ে স্কিন কেয়ার রুটিন থেকে লাইফ লেসন নিয়ে দিয়েছিলেন।’ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মহিলা ক্রিকেটারদের সাথে প্রধানমন্ত্রীর হাসি মজা মিলিয়ে রঙিন মুহূর্তের ভিডিওটি দেখার পরই তার কমেন্ট বক্সে নিজেদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা।

 

Leave a Comment