আপনার এনুমারেশন ফর্ম BLO আপলোড করেছে কিনা কীভাবে জানবেন? রইল সহজ পদ্ধতি

SIR in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাজুড়ে এসআইআর-র (SIR in Bengal) কাজ প্রায় শেষের পথে। বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম জমা নিয়ে সরাসরি অনলাইনে সাবমিট করছেন। তবে আপনি কীভাবে দেখবেন যে আপনার তথ্য নির্বাচন কমিশনEর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা? আসলে আপনি এখন বাড়িতে বসেই তা পরীক্ষা করে দেখতে পারবেন। জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

কীভাবে আপনি এনুমারেশন ফর্মের স্ট্যাটাস চেক করবেন?

আপনার এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কিনা তা জানার জন্য আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে—

১) প্রথমে সরকারি ওয়েবসাইটে (voters.eci.gov.in) ভিজিট করতে হবে।

২) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে অন্যান্যরা লগইন করতে পারেন।

৩) সফলভাবে লগইন করার পর আপনার নাম স্ক্রিনের উপরেই দেখা যাবে। এর পাশে আপনাকে “Fill Enumeration Form” অপশনটিতে ক্লিক করতে হবে।

৪) এরপর ড্রপডাউন মেনু থেকে আপনার রাজ্য (ওয়েস্ট বেঙ্গল) নির্বাচন করতে হবে।

৫) এরপর এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে।

৬) তারপর সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে।

৭) সার্চ করলেই আপনি আপনার বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন।

যদি আপনার ফর্ম বিএলও সফলভাবে নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করে, তাহলে আপনি একটি মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে “Your form has already been submitted with mobile number XXXXX…”। সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি দেখানো হবে যেটি আপনার ফর্মে দিয়েছিলেন।

আর যদি কোনও কারণে বিএলও ফর্ম আপলোড না করে, তাহলে আপনি এই ধরনের কোনওরকম বার্তা দেখতে পাবেন না এবং ফর্ম পূরণের জন্য একটি নতুন পেজ খুলবে। তবে যদি আপনার মনে কোনওরকম সন্দেহ থাকে, যেমন দেখানো মোবাইল নম্বরটি ভুল হচ্ছে বা আপনার জমা দেওয়া ফর্মের কোনও তথ্য ভুল, সেক্ষেত্রে বিএলও-র সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।

আরও পড়ুনঃ নদীর ধারে স্ত্রীর গলাকাটা দেহ, অদূরে গাছে ঝুলছে স্বামী! রোমহর্ষক ঘটনা শিলিগুড়িতে

তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখা উচিত, যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্ম এখনও পর্যন্ত আপলোড হয়নি, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এই তথ্য আপলোড প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ, বিএলও-দেরকে বারবার ফোন করে বিরক্ত না করাই বুদ্ধিমানের কাজ। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে আশা করে যাচ্ছে পোর্টালে এই ফর্ম আপলোড হয়ে যাবে।

Leave a Comment