বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, ভারতীয় বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে 200 র গন্ডি ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস (India Vs South Africa Test)। টেস্টের দ্বিতীয় দিনে দুইয়ের পিঠে দুটো শূন্য জুড়তে পারল না ভারতও। শনিবার, ব্যাট হাতে শুরু এবং শেষ কোনটাই ভাল হল না টিম ইন্ডিয়ার। যার জেরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সামনে বড় ইনিংস খাড়া করা হল না শুভমন গিলদের। প্রতিপক্ষের ক্রমাগত বোলিং আক্রমণের সামনে 189 রানেই হাত গোটালো টিম ইন্ডিয়া।
ভারতকে রুখে দিল দক্ষিণ আফ্রিকার বোলাররাই
শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে শুরুতে মনে হয়েছিল লাভের ঘরে থাকবে ভারতই। সেই মতোই, টিম ইন্ডিয়ার আক্রমণের সামনে মাথা নুইয়ে 159 এ প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করে রানের পাহাড় গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে প্রথম দিনের নির্ধারিত সময়ে 37 রানে 1 উইকেট হারিয়ে মাঠ ছাড়ে ভারত।
দ্বিতীয় দিন সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ওপেনার হিসেবে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে এগিয়ে রাখার চেষ্টা করেছিলেন কে এল রাহুল। তবে 119 বল খেলে 39 রান করতেই কেশব মহারাজের বলে উইকেট দিয়ে বসেন তিনি। তাতে বড়সড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। এদিন ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভাগ্য বোধহয় সহায় নেই। কেননা, মাঠে নেমে 3 বল খেলেই ঘাড়ের চোট নিয়ে উঠে যেতে হয়েছিল অধিনায়ক শুভমনকেও। এরপর যারাই এসেছেন 40 এর গণ্ডি ছুতে পারেননি কেউই। যার জেরে 189 রানে ভারতকে গুটিয়ে দিয়ে আপাতত নিজেদের ইনিংস শুরু করেছে দক্ষিন আফ্রিকা।
অবশ্যই পড়ুন: ইডেনে বিজ্ঞাপন মামলায় পরাজয় কলকাতা পুরসভার, আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
বলাই বাহুল্য, শনিবার ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত চেপে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। এদিন প্রতিপক্ষের বোলিং বিভাগ যে ইডেনের মাটিতে এভাবে কামাল দেখাতে পারে, সেটা বোধহয় শুরুতে বুঝে উঠতে পারেননি টিম ইন্ডিয়ার প্লেয়াররা। তাই তো 200 রান ছোঁয়ার আগেই ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ছেলেরা। না বললেই নয়, এদিন মুল্ডার ছাড়া দক্ষিণ আফ্রিকার সব বোলারই উইকেট পেয়েছেন।