প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই রাজনৈতিক মহলে গুজব ছড়িয়েছিল যে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ দলের প্রতি অভিমান এবং ক্ষোভের বসে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন। রীতিমত তাই নয় একটি আলোড়ন পরে গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই জল্পনা জল্পনাই থেকে গিয়েছিল। দল ছাড়ার কোনো প্রশ্নই আসছে না বলে সাফ জানিয়েছিলেন দিলীপ। আর সেই জল্পনা কাটতে না কাটতেই ফের উঠে এল আরও এক বিতর্ক। এবার নাকি বাবুল সুপ্রিয় পুনরায় যোগদান করতে চলেছে বিজেপিতে! আর সেই নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন খোদ মন্ত্রী নিজেই।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাবুল সুপ্রিয়র
বাবুল সুপ্রিয় সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তাঁর নতুন একটি গান “ফিরতে চাই আবার”। টি সিরিজ বাংলায় প্রকাশিত হয়েছে সেই গান। গানের প্রতিটি লাইন, ছন্দ এবং মিউজিক এতটাই আকর্ষণীয় যে একেবারে নতুন রূপে যেন ফিরে এসেছেন পুরোনো সেই জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। গানটি দর্শকদের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে গানের লিংক শেয়ার করেছেন বাবুল সুপ্রিয়। কিন্তু সেই পোস্টকে ঘিরে বেশ কয়েকজন নেটিযেন একাধিক মন্তব্য করেছেন। অনেকেই “ফিরতে চাই আবার” বাক্যটিকে রাজনীতির সঙ্গে মিশিয়েছেন। যার ফলে অনেকেই ভাবছেন বাবুল সুপ্রিয় হয়তো তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগদান করবে। আর এবার সেই সকল ট্রোল এবং প্রশ্নের জবাব দিলেন বাবুল সুপ্রিয়।
বিজেপিকে তুলোধোনা বাবুলের
এদিন বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক প্রোফাইলে “ফিরতে চাই আবার” পোস্টটি করায় অনেকেই কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন। তাই বাধ্য হয়ে তিনি সেই পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন। এবং সেই পোস্টের ক্যাপশনে নেটিজেনদেরকে এক হাতে নিলেন বাবুল। তিনি বলেন, “যাঁরা ভালো কমেন্ট করেছেন তাঁদেরকে অনেক ধন্যবাদ, পাশাপাশি জনরা খারাপ কমেন্ট করেছেন তাঁদেরকে অনেক ধন্যবাদ, কারণ দুটোই আমাকে সাহায্য করেছে। তবে বলে রাখি আমি বিজেপিতে যোগদান করছি না। আমি খুব খুশি তৃণমূলে আছি।”
আরও পড়ুন: অন্ত্যোদয় রেশন কার্ডে বিরাট বদল আনছে পশ্চিমবঙ্গ সরকার! ভাগ হবে বড় পরিবার
বিজেপির তুমুল সমালোচনা করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী এবং বিধায়ক তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান কেড়ে নিয়েছিলেন, টিভির পর্দায় দুই লাইন গান গাইলেও অখুশি হতেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনে গানটা ফিরিয়ে এনেছেন। কাজের পাশাপাশি এখানে পূর্ণ স্বাধীনতা পাওয়া যায়। কিন্তু বিজেপি আজ পর্যন্ত কোনো বাঙালিকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিলেন না। এর জন্য আপনাদের লজ্জা বা রাগ হয় না? ” এছাড়াও তিনি আরও বলেন যে, “বিজেপিতে থাকাকালীন আমি অনেক খেটেছি, কিন্তু তার মান রাখেনি বিজেপি সরকার। যার জেরে বারবার পিছিয়ে পড়েছি, অপদস্ত হয়েছি, সেখানকার মানুষরা জানেন সবটা।”