সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। ভারতের অন্যতম বৃহৎ জীবন বিমা সংস্থা টাটা লাইফ ইন্সুরেন্স এবার তরুণদের জন্য বিনামূল্যে ইন্টার্নশিপের (TATA AIA Internship 2025) আয়োজন করেছে। ছয় মাসের জন্য এখানে ট্রেনিং হবে। এমনকি বেকার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে ও প্রতি মাসে দেওয়া হবে মোটা অঙ্কের স্টাইপেন্ড।
কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কত রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
টাটা AIA সম্পর্কে তথ্য
বলে রাখি, টাটা সন্স এবং টাটা AIA গ্রুপের যৌথ উদ্যোগে এই টাটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি তৈরি হয়েছিল। এটি মূলত ভারতের জীবন বিমা ক্ষেত্রে ভূমিকা রাখে। আর এশিয়ার 28টি দেশে টাটা AIA-র পরিষেবা উপলব্ধ হয়েছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-র আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করতে চাইলে পূর্ণ-সময় অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে। পাশাপাশি 2 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে আবেদন করতে হবে এবং ছয় মাস সময় দিতে হবে। শুধু তাই নয়, মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এই ইন্টার্নশিপে নিযুক্ত প্রার্থীদের ইনস্টিটিউটগুলির ক্যাম্পাস প্রোগ্রামগুলি পরিচালনা করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের আবেদনপত্র যাচাই করতে হবে ও বিশ্লেষণ করতে হবে। ক্যাম্পাস রিক্রুটমেন্টের আগে এবং পরে নানারকম পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। এছাড়া ক্যাম্পাস প্রোগ্রামের জন্য মাস্টার ক্যালেন্ডার তৈরি করতে হবে।
ট্রেনিং-র স্থান ও মেয়াদ
জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ছয় মাসের জন্য হবে। অর্থাৎ ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে অফিসে উপস্থিত থেকে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি সুপারিশপত্র ও সার্টিফিকেট দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও পড়ুনঃ এবছর কবে পড়ছে কামিকা একাদশী? জেনে নিন তিথি, দিনক্ষণ, শুভ মুহূর্ত ও পূজার নিয়ম
আবেদন কীভাবে করবেন?
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
বলে রাখি, এখানে আবেদনের শেষ তারিখ 1 আগস্ট, 2025।
আবেদন করুন- Click Here