সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য রইল দারুণ সংবাদ। ভারতের অন্যতম জনপ্রিয় ইউজড কার প্ল্যাটফর্ম Cars24 নিয়ে এসেছে এবার কনটেন্ট রাইটিং-এর অফার (Cars24 Internship 2025), যেখানে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে পাবে 15,000 থেকে 20,000 টাকা স্টাইপেন্ড। আর এই ইন্টার্নশিপে আবেদন করলে শুধুমাত্র স্টাইপেন্ড নয়, বরং চাকরিরও সুযোগ দেওয়া হবে।
তবে কারা আবেদন করতে পারবে, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Cars24 সংস্থা সম্পর্কে তথ্য
মূলত ব্যবহার করা গাড়ি বিক্রির সমস্যাকে সহজ করে তুলেছে এই Cars24 সংস্থা। সারা দেশে 50টির বেশি শাখা এবং প্রতি মাসে হাজার হাজার গাড়ি কেনাবেচার মাধ্যমে তারা দেশের সবথেকে বড় ইউজড কার মার্কেটপ্লেস হয়ে উঠেছে। তারা শুধু গাড়ি বিক্রি করে না, বরং টেকনোলজি ব্যবহার করে স্মার্ট সল্যুশনও তৈরি করে। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
এখানে সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে, যারা মূলত ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে পারবে। পাশাপাশি 18 জুলাই থেকে 22 আগস্টের মধ্যে ট্রেনিং শুরু করতে পারবে এবং তিন মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল এবং আগ্রহ থাকতে হবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ যারা নিযুক্ত হবে, তাদেরকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সঙ্গে কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, গুগল স্লাইড বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ট্রেনিং ডেস্ক তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ইন্টারঅ্যাকটিভ ও আকর্ষণীয় ই-লার্নিং কনটেন্ট তৈরি করতে হবে। এর পাশাপাশি অভিজ্ঞ ইন্সট্রাকশনাল ডিজাইনারদের সঙ্গে কাজ করে জটিল বিষয় সহজ করে উপস্থাপন করতে হবে। এমনকি বিষয় ভিত্তিক রিসার্চ করে সহজ কনটেন্ট লিখতে হবে।
ট্রেনিং-র স্থান ও মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি তিন মাসের জন্য হবে। অর্থাৎ, তিন মাস অফিসে উপস্থিত থেকে সময় দিতে হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।
আরও পড়ুনঃ ‘জলও খেলাম না’, বিজেপির বৈঠক ছেড়ে বেরিয়ে যান দিলীপ ঘোষ! কারণ ঘিরে ধোঁয়াশা
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা এই ইন্টার্নশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
উল্লেখ্য, এখানে আবেদনের শেষ তারিখ 21 আগস্ট, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আবেদন করুন- Click Here