আবেদন করা যাচ্ছে না শ্রমশ্রী পোর্টালে, বিপাকে পরিযায়ী শ্রমিকরা! সবটাই ভাঁওতাবাজি?

Shramshree Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় শ্রমশ্রী প্রকল্পের (Shramshree Scheme) ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ভিন রাজ্যে গিয়ে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য দেবে সরকার। বাড়ি ফেরার খরচ থেকে শুরু করে কাজ না পাওয়া পর্যন্ত প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলেই জানানো হয়েছিল। ফলত এই ঘোষণা শোনা মাত্রই শ্রমিকদের মধ্যে আশার আলো দেখা গিয়েছিল।

তবে বাস্তব ছবি বলছে অন্য কথা। ১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া শ্রমশ্রী পোর্টালকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রাট। কারণ শ্রমিকরা আবেদন জমা দেওয়ার চেষ্টা করলে ওয়েবসাইট নাকি মাঝপথে থেমে যাচ্ছে। আবেদন জমা করা যাচ্ছে না। ফলত ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাছে সরকারের ৫০০০ টাকা এখন অধরাই থেকে গিয়েছে।

কী বলছে শ্রমিকরা?

TV-9 এর রিপোর্ট অনুযায়ী, রায়গঞ্জ ব্লকের পরিযায়ী শ্রমিক চৈতু মহম্মদ বলেছেন, দিন ১৫ হল বাড়ি এসেছি। শুনেছিলাম মমতা সরকার ৫০০০ টাকা করে দেবে। তবে অনলাইনে আবেদনই করা যাচ্ছে না। এখন ভরসা দুয়ারে সরকার ক্যাম্প। সেখান থেকেই হয়তো আবেদন করতে হবে।

অন্যদিকে মালদহের শ্রমিক আমির শেখ বলেছেন, ৫০০০ টাকায় তো আর সংসার চলবে না। আমাদের চাকরি চাই। সংসার চালানো এই টাকায় কোনওভাবেই সম্ভব নয়। ফলত তাঁদের কথার মধ্যে স্পষ্ট উঠে আসছে যে আর্থিক সহায়তা সাময়িক ভরসা দিলেও মূল সমস্যার সমাধান এই শ্রমশ্রী প্রকল্প হতে পারে না।

প্রশাসন কী বলছে?

তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, শ্রমশ্রী পোর্টালে কেন এরকম বিভ্রাট? উত্তর দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনার রথিন সেন জানিয়েছেন, পোর্টাল এখনো টেস্টিং পর্যায়ে রয়েছে, ডেভেলপমেন্টের কাজ চলছে। তাই আবেদন জমা দেওয়ায় ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুনঃ ফের বাড়ল সোনার দাম, আগুন ঝরাচ্ছে রুপোও! আজকের রেট

তবে বিরোধীরা এটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেছেন, পয়সা নেই, শুধু লোক দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ভাতা দিচ্ছে। এমনকি সিপিএমও সুর মিলিয়ে বলেছে, গোটাটাই একটা গিমিক। পোর্টাল ঠিকভাবে চালু না হলে তৃণমূলের ভরসা আমাদের পাড়া আমাদের সমাধান। সেখান থেকেই পরিযায়ী শ্রমিকদের আবেদন করতে হবে। গোটাটাই পরিকল্পিত।

Leave a Comment