‘আমরা চিরকালই বন্ধু থাকব!’ মোদিকে মহান আখ্যা ট্রাম্পের, জবাব দিলেন প্রধানমন্ত্রীও

Narendra Modi Replied Donald Trump after his huge statement to media

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের গলায় প্রশংসার সুর শুনে এবার পাল্টা ইতিবাচক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে দু’লাইন লিখে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী বললেন, তিনি ট্রাম্পের এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান দেবেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বন্ধু ট্রাম্পের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত-আমেরিকার সম্পর্ক আবার আগের জায়গা ফিরে পাবে?

ট্রাম্পের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পোস্ট

আজ অর্থাৎ শনিবার নিজের এক্স হ্যান্ডেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে তাঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করি। আমরা এমন বক্তব্যের সম্পূর্ণ প্রতিদান দেব। এরপরই নিচের লাইনে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, তাদের মধ্যে ভবিষ্যৎগামী এবং কৌশলগত অংশীদার রয়েছে।

Narendra Modi Replied Donald Trump after his huge statement to media-bkm

ট্রাম্প ঠিক কী বলেছিলেন?

শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে সংবাদ সংস্থা ANI এর প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ভারতকে হারিয়ে ফেলিনি তো! প্রধানমন্ত্রী মোদি আমার খুব ভাল বন্ধু, চিরদিন সে আমার বন্ধু থাকবে। উনি একজন মহান প্রধানমন্ত্রী।’ এছাড়াও এদিন ট্রাম্পকে বলতে শোনা যায়, আমেরিকা এবং ভারতের মধ্যে বিশেষ একটা সম্পর্ক রয়েছে। ভয়ের কোনও কারণ নেই।

অবশ্যই পড়ুন: সিগারেট, তামাকের উপর আরও বাড়বে ট্যাক্স? খবর আসতেই ITC-র শেয়ারে পতন

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আপনারা সকলেই জানেন যে মোদির সাথে আমার সম্পর্ক কতটা ভাল। মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন। আমি তার সাথে রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠক করতাম। চিনে সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের হঠাৎ এমন ভোল বদল খানিকটা হাসির খোরাক হিসেবেই নিয়েছিলেন দেশবাসী। যদিও প্রধানমন্ত্রী সেটা করলেন না।

ট্রাম্পের মন্তব্যের পরই শনিবার সৌজন্যতা থেকে ANI এর একটি বিশেষ পোস্ট শেয়ার করে বন্ধু ডোনাল্ডের উদ্দেশ্য বড় বার্তা দিলেন দেশের চৌকিদার। আর এ সবের মাঝেই কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, এবার হয়তো ভারত-আমেরিকা সম্পর্কের বরফ গললেও গলতে পারে।

Leave a Comment