“আমাকে ধুয়ে দেবেন না…” নির্বাচনের আগে সকলের কাছে বড় আবেদন কুণালের

Kunal Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: শাসকদলকে নিয়ে কোনো সমালোচনা করা হলে কিংবা দলের কোনো নেতা মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করা হলে বরাবরই একাধিক যুক্তি তুলে ধরে থাকেন কুণাল ঘোষ। কিছুদিন আগে তিনি যেমন SIR নিয়ে সরব হয়েছিলেন ঠিক তেমনই যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই নিয়েও একাধিক সমালোচনা করেছিলেন। কোনোবারই সে যুক্তি তর্ক থেকে নিজেকে দূরে রাখেননি, সেক্ষেত্রে তাঁকেও এই নিয়ে নানা কটাক্ষ শুনতে হয়েছে। যা পরে বড় খবর হিসেবে উঠে এসেছে প্রকাশ্যে। এবার সেই খবরের শিরোনাম নিয়ে মন্তব্য করলেন কুণাল (Kunal Ghosh)।

কী বলছেন কুণাল?

অনেক ক্ষেত্রেই সংবাদপত্র বা চ্যানেলে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে নিয়ে একাধিক খবর সম্প্রচারিত হয়। যেকোনো রাজনৈতিক বিষয় নিয়ে কুনাল ঘোষের তর্কবিতর্কের একাধিক খবরও সম্প্রচার করা হয় দর্শকদের কাছে। এবার সেই খবর সম্প্রচার নিয়ে তিনি একটি আবেদন করলেন। সম্প্রতি কুণাল ঘোষ তাঁর ফেসবুক হ্যাণ্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলছেন, “বেশ কিছু সংবাদপত্র বা চ্যানেল আমাকে নিয়ে অনেক খবর সম্প্রচার করেন, তার মধ্যে প্রতিপক্ষ ডিজিটাল নিউজ পোর্টালও রয়েছে সেক্ষেত্রে তাঁরা শিরোনামে ‘কুণালকে ধুয়ে দিলেন ওমুখ ’। তাই আমার সবিনয় আবেদন শীত পড়েছে , সেক্ষেত্রে সকাল থেকে রাত অবধি কেউ যদি ধুয়ে দেয় তাহলে বেশ চাপের আছে। তাই দয়া করে শিরোনাম পরিবর্তন করলে আমার সুবিধা হবে।”

আরও পড়ুন: লেকটাউনে মেসি মূর্তি নিয়ে বিতর্ক! “কার জমিতে মূর্তি?” প্রশ্ন তুলল হাইকোর্ট

কুণাল ঘোষকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

উল্লেখ্য, গতকাল মুর্শিদাবাদের বেলডাঙা-১ ব্লকের খাগড়ুপাড়া মাঠে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেন। যদিও নির্বাচন কমিশনের অনুমোদন এখনও না-মিললেও জনতা উন্নয়ন পার্টির নিজস্ব দলীয় পতাকা সামনে এসেছে। মঞ্চে দাঁড়িয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থীর নাম উল্লেখ করেছেন। এমতাবস্থায় মঞ্চে তৃণমূল, বিজেপিকে রীতিমত অভিযোগের কাঠগড়ায় তুলেছিলেন হুমায়ুন। বাদ যাননি কুণাল ঘোষও। তাঁকে চ্যালেঞ্জ করে তিনি জানিয়েছেন ব্রিগেডের মাঠে জানুয়ারিতেই সভা করবেন হুমায়ুন কবীর।

Leave a Comment