‘আমাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত সরকার!’ বোমা ফাটাল রোহিঙ্গারা

Rohingya refugees on India government alleges they are being thrown into the sea

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাহাজে করে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত সরকার, এমনই অভিযোগ তুলেই গর্জে উঠলেন 40 জন রোহিঙ্গা শরণার্থী (Rohingya Refugees On Indian Government)। তাঁদের বেশিরভাগেরই দাবি, দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। যার কারণে, চরম ঝুঁকির মুখে পড়েছে রোহিঙ্গা শরণার্থীদের জীবন। গত শুক্রবার এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC।

ভারত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

BBC এর রিপোর্ট অনুযায়ী, নুরুল আমিন নামক এক ব্যক্তি গত 9 মে তাঁর ভাইয়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে নুরুল জানতে পারেন, তাঁর ভাই খাইরুল এবং পরিবারের আরও চারজনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

2021 সালে মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তার বিরুদ্ধে জাতিগত গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীর লড়াই অব্যাহত। ঠিক সেই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করাটা আমিনের পক্ষে একেবারে অসম্ভব। এহেন আবহে, দিল্লিতে বসে 24 বছর বয়সী আমিন বলেন, আমার বাবা, মা ও পরিবারের সদস্যদের যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছে। নিজের মানুষদের এরকম অবস্থা হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি।

অভিযোগ, দিল্লি থেকে জোর করে রোহিঙ্গা শরণার্থীদের মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে মিয়ানমারে দিল্লি থেকে ফেরত পাঠানো রোহিঙ্গাদের খোঁজ পায় BBC। জানা যাচ্ছে, তাঁরা আশ্রয় নিয়েছেন বাহটু আর্মির ক্যাম্পে। বলে রাখি, এই সশস্ত্র বাহিনী দক্ষিণ-পশ্চিম মিয়ানমারের জান্তার সেনাদের বিরুদ্ধে লড়ছে।

রিপোর্ট অনুযায়ী, ভিডিও কলে এক রোহিঙ্গা শরণার্থী সৈয়দ নূর জানিয়েছেন, আমরা এখানে একেবারেই নিরাপদ নই। পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র। আমার সাথে আরও 6 জন রোহিঙ্গা ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। BBC তাদের রিপোর্ট দাবি করেছে, 40 জন রোহিঙ্গা শরণার্থীকে প্রথমে দিল্লি থেকে বিমানে চাপিয়ে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এরপর সেখান থেকে নৌ বাহিনীর জাহাজে তুলে শেষে আন্দামান সাগরের কাছে ফেলে দিয়ে আসা হয়েছিল তাঁদের। জানা যায়, পরে তারা সাঁতার কেটে তীরে এসে ওঠ। এই মুহূর্তে মিয়ানমারের কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। কী করবেন, কোথায় যাবেন, বুঝে উঠতে পারছেন না রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা। বলা বাহুল্য, রোহিঙ্গাদের নিয়ে এমন অভিযোগের সত্যতা কতটা তা যাচাই করেনি ইন্ডিয়া হুড। ভারত সরকারের তরফেও এমন অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ভয়াবহ অবস্থার কথা ভাগ করলেন এক রোহিঙ্গা

রিপোর্ট বলছে, জন নামক একজন রোহিঙ্গা ফোনে তাঁর ভাইকে জানিয়েছেন, তাঁদের হাত বেঁধে, চোখ মুখ ঢেকে বন্দীর মতো জাহাজে তোলা হয়েছিল। তারপর সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে আসা হয়। এ প্রসঙ্গে নুরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষকে কীভাবে সমুদ্রে ফেলে আসা যায়? মানবতা পৃথিবীতে এখনও বেঁচে রয়েছে, কিন্তু ভারত সরকারের মধ্যে আমি কোনও মানবিক দিক দেখতে পাইনি।

অবশ্যই পড়ুন: ড্রোন শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানিয়েছে চিন? ফ্যাক্ট চেক

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ বলেছেন, ভারত সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ করার মতো তথ্য তার হাতে রয়েছে। তিনি বলেন, জেনেভার ভারতের মিশন প্রধানের কাছে এ সংক্রান্ত প্রমাণও জমা দিয়েছেন তিনি, তবে আজ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি। এও জানা যাচ্ছে, BBC নাকি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছে। রিপোর্ট দাবি করছে, সেক্ষেত্রেও ভারতের তরফে নাকি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment